Virat Kohli: অবসরের পর কী করবেন বিরাট কোহলি? জানিয়ে দিলেন মেন্টর…

Indian Cricket News: টেস্টকে বিদায় জানিয়েছেন। আপাতত ওয়ান ডে ক্রিকেটেই শুধুমাত্র দেখা যাবে তাঁকে। সেটিও পরিষ্কার হবে, পরবর্তী ওয়ান ডে সিরিজের টিম ঘোষণার পর! ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিলে কী করবেন বিরাট কোহলি? জানিয়ে দিলেন তাঁর মেন্টর।

Virat Kohli: অবসরের পর কী করবেন বিরাট কোহলি? জানিয়ে দিলেন মেন্টর...
Image Credit source: PTI FILE

May 19, 2025 | 9:59 PM

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই জানিয়েছিলেন। সেই সিদ্ধান্তটা হঠাৎ হলেও ধাক্কা দেয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। কারণ, বিশ্ব কাপ জিতে তারপর জানিয়েছিলেন। বিরাট কোহলি সদ্য টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে বড় ধাক্কা। সামনেই ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে খারাপ পারফরম্যান্সের পর দেশে ফিরে রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছেন। এর মাঝেই টেস্টকে বিদায় জানিয়েছেন। আপাতত ওয়ান ডে ক্রিকেটেই শুধুমাত্র দেখা যাবে তাঁকে। সেটিও পরিষ্কার হবে, পরবর্তী ওয়ান ডে সিরিজের টিম ঘোষণার পর! ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিলে কী করবেন বিরাট কোহলি? জানিয়ে দিলেন তাঁর মেন্টর।

ক্রিকেটারদের মধ্যে অনেকেই খেলা ছাড়লেও যুক্ত থাকেন ক্রিকেটের সঙ্গে নানা কাজে। কেউ ম্যাচ রেফারি হয়ে যান। অনেক কিংবদন্তিরা কোচিংয়ে আসেন, অ্যাকাডেমি খোলেন, ধারাভাষ্যে বা ক্রিকেট প্রশাসনে দেখা যায়। বিরাট কোহলিও কি এমন কিছু করবেন? দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে মেন্টর মানেন বিরাট কোহলি। তাঁদের জুটিতে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সফল ভারত। অবসরের আগেও শাস্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বিরাট কোহলি। সেই রবি শাস্ত্রী অবশ্য বলছেন, বিরাট ক্রিকেট ছাড়লে পুরোপুরিই ছেড়ে দেবেন, তাঁকে আর ক্রিকেটের কোনও ভূমিকায় দেখা যাবে না।

স্পোর্টসস্টারে একটি কলামে রবি শাস্ত্রী লিখেছেন, ‘ও এখনও দেশের হয়ে ওয়ান ডে ক্রিকেট খেলবে। তবে আমি এটুকু জানি, যে দিন ক্রিকেট ছাড়বে, পুরোপুরি ছেড়ে দেবে। বিরাট এমন মানুষ নয় যে কোচিং কিংবা ব্রডকাস্টারের সঙ্গে কোনও কাজে যুক্ত হবে। সত্যই বলতে, ভারত এ বার যখন ইংল্যান্ডে টেস্ট খেলা শুরু করবে, বিরাটকে খুবই মিস করব। ও একজন চ্যাম্পিয়ন। আমি ওকে সেভাবেই মনে রাখব আজীবন। কখনও ওর সম্পর্কে নেতিবাচক কিছু ভাবতে পারব না।’

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। গত ইংল্যান্ড সিরিজে শাস্ত্রী ছিলেন কোচ, বিরাট ক্যাপ্টেন। প্রথম চার টেস্টের পর সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারত। যদিও সিরিজের বাকি একটি ম্যাচ এক বছর পর হয়েছিল। তখন ভারতের কোচ ও ক্যাপ্টেন বদলে গিয়েছে। সিরিজ শেষ অবধি ড্র হয়েছিল।