
প্রতীক্ষার অবসান। এক সপ্তাহ স্থগিত থাকার পর অবশেষে ফিরছে আইপিএল। সূচিতে বেশ কিছু বদল হয়েছে। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্য়াঞ্চাইজি লিগ। যদিও আইপিএল-এ ট্রফি অধরা রয়েছে আরসিবির। তবে তাদের স্বপ্ন পূরণ হতে পারে। চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে আরসিবি। কিং কোহলিও দুর্দান্ত ছন্দে। আইপিএলে তাঁর রেকর্ডের ছড়াছড়ি। আরও একটা রেকর্ড সময়ের অপেক্ষা। রেকর্ড হাফ-সেঞ্চুরির পথে কিং কোহলি। হতে পারে আজ ঘরের মাঠেই…। চলুন জেনে নিই কী সেই রেকর্ড? আর এই রেকর্ড গড়ার জন্য কী করতে হবে কিং কোহলিকে…।
আইপিএলে অজস্র রেকর্ড রয়েছে বিরাটের। এবার কি হাফ-সেঞ্চুরিরও নতুন রেকর্ড নিজের নামে করতে চলেছেন বিরাট? বিরতির আগে বেঙ্গালুরুর গত চারটি ম্যাচেই টানা হাফ-সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আচ্ছা, জানেন কি আইপিএলে টানা কতগুলি হাফ সেঞ্চুরি রয়েছে? আর সেই তালিকায় কারা রয়েছেন? চলুন জেনে নিই, যাঁরা আইপিএলের ইতিহাসে টানা সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছেন। বিরাট কোহলির রেকর্ডের বিষয়টি আরও একটু ক্লিয়ার হবে।
প্রথমে বলতে হয় বীরেন্দ্র সেওয়াগের কথা। নাইন্টিজ কিড জানে, বীরেন্দ্র সেওয়াগের দাপট। সেটা আন্তর্জাতিক ক্রিকেটই হোক আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টানা হাফ সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন তিনজন। ২০১২ সাল। টানা পাঁচ ম্য়াচে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। আজ অবধি সেই রেকর্ড ভাঙা যায়নি। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এই রেকর্ড বীরুর।
বছর ছয়েক পর বীরুর রেকর্ড ছুঁয়েছিলেন জস বাটলার। বর্তমানে গুজরাট টাইটান্সে খেলেন তিনি। ২০১৮ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছিলেন বাটলার। আর তাতেই ছুঁয়ে ফেলেন বীরুর রেকর্ড। পরের বছর এই তালিকায় যোগ হয় ডেভিড ওয়ার্নারের নাম। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস ইনিংসের কীর্তি ওয়ার্নারের।
পাঁচের পর? আইপিএলে টানা চার ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস ইনিংসের তালিকায় রয়েছেন পাঁচ ব্যাটার। ২০১৬ সালের আইপিএল দুর্দান্ত কেটেছিল বিরাট কোহলির। সে মরসুমে টানা চার ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি ভারতীয় ব্য়াটার বিরাট কোহলি। ২০১৮ সালে কেন উইলিয়ামসন, ২০২০ সালে শিখর ধাওয়ান, ২০২১ সালে ফাফ ডুপ্লেসি এবং ২০২৩ সালে ডেভন কনওয়ে এই তালিকায় যোগ দেন।
চলতি মরসুমে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বার টানা চার ম্যাচে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। আজ ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করলে? ওয়ার্নার, সেওয়াগ, বাটলারের সারিতে থাকবেন বিরাট কোহলিও। হতে পারে এ মরসুমে তাঁদের সকলকে ছাপিয়েও গেলেন! বিরাট মানেই তো রেকর্ড।