AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: গন্ধটা সন্দেহজনক! রোহিত শর্মা কি বাধ্য হলেন টেস্ট থেকে অবসর নিতে?

Rohit Sharma Test Retirement: বেশ কিছু যুক্তিতর্ক উড়ে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। মঙ্গলবার অজিত আগরকরের নির্বাচক মণ্ডলী বৈঠকে বসেছিল। তারপরই সব হিসেব ওলোটপালোট হয়ে গিয়েছে। জুনে ইংল্যান্ড সফর দিয়েই শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। নির্বাচকরা নাকি চাইছেন ওই সময় থেকেই নতুন এক নেতার হাতে দায়িত্ব দিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে।

Rohit Sharma: গন্ধটা সন্দেহজনক! রোহিত শর্মা কি বাধ্য হলেন টেস্ট থেকে অবসর নিতে?
Rohit Sharma: গন্ধটা সন্দেহজনক! রোহিত শর্মা কি বাধ্য হলেন টেস্ট থেকে অবসর নিতে?Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: May 08, 2025 | 2:31 PM
Share

কলকাতা: সারা বিশ্বের নজর এখন ভারতের দিকে। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর ঘোষণা করে দিয়েছে নরেন্দ্র মোদীর দেশ। পহেলগাঁওয়ে জঙ্গিহানার বিরুদ্ধে ভারতের এই লড়াই শেষ পর্যন্ত চলবে। তারই মাঝে এক ঘটনা ঘটে গিয়েছে ভারতে। ভরা আইপিএলের মধ্যেই টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। জুনে ইংল্যান্ড সফর। তার ঠিক এক মাস আগে রোহিতের টেস্ট থেকে হঠাৎ সরে দাঁড়ানোর তাৎপর্য একেবারেই অন্য। ক্রিকেট মহলের কাছে কিন্তু ‘গন্ধটা সন্দেহজনক’ মনে হচ্ছে।

বেশ কিছু যুক্তিতর্ক উড়ে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। মঙ্গলবার অজিত আগরকরের নির্বাচক মণ্ডলী বৈঠকে বসেছিল। তারপরই সব হিসেব ওলোটপালোট হয়ে গিয়েছে। জুনে ইংল্যান্ড সফর দিয়েই শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। নির্বাচকরা নাকি চাইছেন ওই সময় থেকেই নতুন এক নেতার হাতে দায়িত্ব দিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে। ৩৮ বছরের রোহিতের বদলে তাই তরুণ এক নেতাকে দেখা যাবে ভারতের ক্যাপ্টেন হিসেবে। এই পর্যন্ত যুক্তি তাও মেলানো যাচ্ছে। কিন্তু রোহিত টেস্ট থেকে কেন অবসর নিয়ে নিলেন? নির্বাচক মণ্ডলী বৈঠকের নির্যাস পৌঁছে দিয়েছিল বোর্ডকে। অজিতদের ভাবনাতে সায়ও মিলেছিল। তারপরই আচমকা অবসর নিয়ে নেন রোহিত।

শোনা যাচ্ছে, বোর্ড নাকি চায়নি অস্ট্রেলিয়া সফরে রবিচন্দ্রন অশ্বিনকে ঘিরে যা হয়েছিল, ইংল্যান্ড সফরেও তাই হোক। বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, রোহিত নাকি নিজেই টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিলেন। নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করে সেটা জানিয়েওছিল রোহিত। ইংল্যান্ড সফরে প্রথম দুটো টেস্টে খেলবে না, তাও জানিয়েছিল। নির্বাচকরা রোহিতের ওই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি। বোর্ডের ওই সূত্রের কথায়, নির্বাচকরা চেয়েছিল, রোহিত পুরো সফরে খেলুক। সফরের মাঝপথে কোনও রকম জটিলতা চায়নি। সেই কারণেই রোহিত সরে দাঁড়ালেন।

এমনিতে টেস্টে রোহিতের ব্যাটিং ফর্ম একেবারে তলানিতে। অস্ট্রেলিয়া সফরে গড় ৬.২০। শেষ টেস্টে খেলেনওনি। লাল বল মরসুম ধরতে ১৭ ইনিংসে ১১.৪৭ ছিল গড়। যে কারণে এই ফর্মে থাকা রোহিতকে টেস্ট টিমে চাইছিলেন না নির্বাতচকরা। রোহিতও কি চাইছিলেন না নতুন করে পরীক্ষায় বসতে? জাতীয় টিমের নেতৃত্ব কাঁধে তুলে নেওয়ার পর থেকে রোহিত কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণই রেখে গিয়েছেন। দল সব কিছুর আগে, তিনি নন। এই নীতিকেই শেষ পর্যন্ত আঁকড়ে থাকলেন। নতুন প্রজন্মের কেউ দায়িত্ব নিন, এটাই চেয়েছিলেন রোহিত। সেই কারণেই ইংল্যান্ড সফরের এক মাস আগেই সরে দাঁড়ালেন। যাতে টিম সাফল্যের নতুন পথ খুঁজে নিতে পারে।