Wasim Akram: সিনেমার পর্দায় দেখা যাবে ওয়াসিম আক্রমকে

Money Back Guarantee: ২০২৩ সালে মুক্তি পাবে ‘মানি ব্যাক গ্যারান্টি’ (এমবিজি)। ইতিমধ্যেই সেই ছবির টিজার প্রকাশিত হয়েছে।

Wasim Akram: সিনেমার পর্দায় দেখা যাবে ওয়াসিম আক্রমকে
ওয়াসিম আক্রম
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 7:53 PM

ইসলামাবাদ: ২২ গজের লড়াইয়ে তাঁর বিষাক্ত সুইং নাজেহাল করেছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। তাঁর আমলে পাকিস্তান ক্রিকেট সমীহও আদায় করে নিয়েছে। তিনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। ক্রিকেট অনেক দিন আগেই বিদায় জানিয়েছেন তিনি। তবে কখনও কোচের ভূমিকায়, কখনও ধারাভাষ্যকারের ভূমিকায় প্রায়শই দেখা যায় তাঁকে। এ বার বড়পর্দায় আগমন ঘটতে চলেছে তাঁর। ২০২৩ সালে মুক্তি পাবে ‘মানি ব্যাক গ্যারান্টি’ (এমবিজি)। ইতিমধ্যেই সেই ছবির টিজার প্রকাশিত হয়েছে। সেই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে প্রাক্তন পাক ক্রিকেট তারকাকে। ওই ছবিতে আক্রম অভিনয় করবেন পাক অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে।

 

 

View this post on Instagram

 

A post shared by Fawad A Khan (@fawadkhan81)

ফৈজল কুরেশির ছবি ‘মানি ব্যাক গ্যারান্টি’র টিজার প্রকাশিত হয়েছে। সেখানেই ফাওয়াদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আক্রাম। ফাওয়াদ সেই সেই টিজার শেয়ার করে লিখেছেন, “আমার পরবর্তী ছবি মানি ব্যাক গ্যারান্টি। দেখুন তাঁর প্রথম লুক।” পাশাপাশি সেই ছবিতে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীদের তালিকাও লিখেছেন তিনি। সেখানে রয়েছেন- ফাওয়াদ খান, ওয়াসিম আক্রম, শানিয়েরা আক্রম, মিক্কাল জুলফিকার, আয়েশা ওমর, জাভেদ শেখ, জন রাম্বো, গহর রশিদ, হিনা দিলপাজির, সায়ন খান, মানি, কিরণ মালিক, আলি সাফিনা, মাহরুম আহমেদ বিলাল, আদনান জাফর, শাফাত আলি এবং আকদাস ওয়াসিম।

তবে ক্রিকেটারদের সিনেমা জগতে আসা এই প্রথম নয়। এর আগেও প্রচুর ক্রিকেটারকে সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। সে তালিকা বেশ দীর্ঘ। পাকিস্তানেরও ২জন ক্রিকেটার এর আগে সিনেমায় অভিনয় করেছেন। সেই তালিকায় প্রথম নাম লেখান মহসিন খান। মহসিনের স্ত্রী রীণা রায় ছিলেন বলিউডের অভিনেত্রী। মহসিনও বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছেন। ‘বাতওয়ারা’ (১৯৮৯) ছিল তাঁর বলিউডের প্রথম ছবি। মহেশ ভট্টের পরিচালনায় ক্রাইম থ্রিলার ‘সাথী’ (১৯৯১) হিটও হয়েছিল। পাকিস্তানের একাধিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। পাক ফাস্ট বোলার শোয়েব আখতার নিজের বায়োপিকেই অভিনয় করেছেন। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামের সেই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শোয়েব আখতারকে।