ICC ODI World Cup 2023: বিতর্ক উস্কে ফের আফগানদের জয়ে ভাংড়া নাচ ইরফানের, সঙ্গী ভাজ্জি!
Irfan Pathan-Harbhajan Singh: আগের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর মাঠে নেমে রশিদ খানের সঙ্গে আনন্দে মাতেন ইরফান। তালে তাল মিলিয়ে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে। তা নিয়ে কম বিতর্ক হয়নি। ধারাভাষ্যকার হিসেবে কোনও এক দলের জয়ে মাঠে নেমে নাচ? কামরন আকমলের মতো প্রাক্তন পাক ক্রিকেটাররা বলেছিলেন, 'ইরফান পাঠানকে নাচতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম।'। এ সব বিতর্ককে পাত্তা না দিয়ে ফের আফগানদের জয় উদযাপনে সামিল ইরফান।

পুনে: শুরুটা হয়েছিল হার দিয়ে। ঘুরে দাঁড়ানোটা হয়েছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে। এক বার তেমন কিছু ঘটলে অঘটন বলা যেতে পারে। কিন্তু বার বার হলে? না, অঘটনটাই এখন নিয়ম করে ফেলেছেন আফগানরা। ছোট দল, দুর্বল দল এ সব এই বিশ্বকাপে অতীত। তা আবারও প্রমাণ করল আফগানিস্তান। ভারতের মাটিতে রোজ নতুন ইতিহাস লিখে চলেছে রশিদ খানরা। এই গল্প তিন ম্যাচের অঘটনে শেষ হচ্ছে না, আরও চমক রয়েছে আগামীতে তার আঁচও যেন পাওয়া যাচ্ছে। সোমবার, শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। আর আফগানদের এই জয় উদযাপনে ফের হাজির ইরফান পাঠান। এ বার একা নন, সঙ্গে ছিলেন সতীর্থ হরভজন সিংও। আগের বার আফগান তারকা রশিদ খানের সঙ্গে মাঠের মধ্য়ে নেচে বিতর্কে জড়িয়েছিলেন পাঠান। তবে কি এ বারও বিতর্ক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শুরুতে ম্যাচের রাশ শ্রীলঙ্কার হাতে থাকলেও,পরে আফগানদের সামনে খেই হারান কুশল মেন্ডিসরা। এরপর শুরু হয় আফগান শো। শুরুতে ধাক্কা খেলেও তার খুব একটা প্রভাব পড়েনি আফগান শিবিরে। অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের অবিচ্ছিন্ন জুটি ম্য়াচ জিতিয়ে দেয়। এরপরই জয়ের উচ্ছ্বাসে সামিল হন ইরফান পাঠান ও ভারতীয় কিংবদন্তি হরভজন সিং। মাঠে যখন জয় উদযাপনে ব্যস্ত রশিদ খানরা তখন স্টুডিয়োতেই কোমর দোলাতে দেখা গেল দুই কিংবদন্তিকে। আগের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর মাঠে নেমে রশিদ খানের সঙ্গে আনন্দে মাতেন ইরফান। তালে তাল মিলিয়ে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে। তা নিয়ে কম বিতর্ক হয়নি। ধারাভাষ্যকার হিসেবে কোনও এক দলের জয়ে মাঠে নেমে নাচ? কামরন আকমলের মতো প্রাক্তন পাক ক্রিকেটাররা বলেছিলেন, ‘ইরফান পাঠানকে নাচতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম।’। এ সব বিতর্ককে পাত্তা না দিয়ে ফের আফগানদের জয় উদযাপনে সামিল ইরফান। ভাংড়ার তালে ইরফানকে সঙ্গ দিলেন সতীর্থ হরভজন সিংও। ইতিমধ্যেই এই নাচের ভিডিয়ো ভাইরাল নেট দুনিয়ায়।
अफगानिस्तान की जीत पर फिर नाचे इरफान पठान, इस बार हरभजन सिंह ने भी दिया साथ @IrfanPathan @harbhajan_singh #AFGvsSL #IrfanPathan #HarbhajanSingh pic.twitter.com/D2LoGysCi7
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) October 31, 2023
আফগান ক্রিকেটারদের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর ভালো। আফগানিস্তান ক্রিকেটের বিকাশে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবদান কম নয়। বলা ভালো, আফগানিস্তান ক্রিকেটের পাশে ছায়ার মতো থেকেছে বিসিসিসিআই। তাই আফগানিস্তানের সাফল্যে সামিল হতে দ্বিধাবোধ করেন না ভারতীয় তারকারাও। লড়াইটা বাইশ গজে, তার বাইরে ক্রিকেট একে অপরের আনন্দ, দুঃখ সবটা ভাগ করে নিতে শেখায়। তা আবারও প্রমাণ করলেন দুই ভারতীয় কিংবদন্তি।
