Virat Kohli: ‘তোমার কেরিয়ারই বাকিদের কাছে শিক্ষা’, বিরাট বন্দনায় বাংলাদেশ ক্যাপ্টেন
Bangladesh Captain on Virat Kohli: বিরাট নিজেই ঘোষণা করে দিতে আর কোনও জল্পনার জায়গা নেই। হৃদয় ভেঙেছে কোটি কোটি ক্রিকেট প্রেমীর। এর মধ্যে প্রতিপক্ষ দলের প্লেয়াররাও বাদ নেই। বাংলাদেশ ক্যাপ্টেনও যেমন বিরাটকে নিয়ে আবেগঘন বার্তা লিখলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ঘোষণা করে ছিলেন। ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে জানিয়ে দিয়েছিলেন, এই জার্সিতে আর দেশের হয়ে খেলবেন না। নতুন প্রজন্মের হাতে দেশের মান রাখার দায়িত্ব তুলে দিয়েছিলেন। গত কাল হঠাৎই টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন কিং কোহলি। হঠাৎ বলা যায় কি না, এ নিয়ে অবশ্য দ্বন্দ্ব থাকতে পারে। গত কয়েক দিন ছিল স্রেফ জল্পনা। বিরাট নিজেই ঘোষণা করে দিতে আর কোনও জল্পনার জায়গা নেই। হৃদয় ভেঙেছে কোটি কোটি ক্রিকেট প্রেমীর। এর মধ্যে প্রতিপক্ষ দলের প্লেয়াররাও বাদ নেই। বাংলাদেশ ক্যাপ্টেনও যেমন বিরাটকে নিয়ে আবেগঘন বার্তা লিখলেন।
আপাতত বলা যায়, শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটে দেশের হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। টি-টোয়েন্টিতে বিশ্বকাপ জিতেই সফর শেষ করেছিলেন। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে তাঁর সরে দাঁড়ানো বেশি আক্ষেপের। ঝিমিয়ে পড় টেস্ট ক্রিকেটকে জাগিয়ে তুলেছিলেন বিরাট কোহলি। ২০১৯ সালে শুরু হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখন বেশির ভাগ দলই আর হার বাঁচাতে খেলে না। লক্ষ্য থাকে ফুল পয়েন্টের। এর কৃতিত্ব প্রাপ্য বিরাট কোহলির। সাদা জার্সির ক্রিকেটকে রঙিন করেছিলেন।
বিরাট কোহলিকে নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস লিখছেন, ‘তোমার উইকেট পেলে সবচেয়ে বেশি সেলিব্রেট করতাম। কারণ, এই উইকেটের মূল্য আমরা প্রত্যেকেই জানতাম। টেস্ট ক্রিকেটে তোমার যা সাফল্য, তা আমার মতো অনেক ক্রিকেটারের কাছে প্রেরণা। তুমি হয়তো টেস্ট কেরিয়ার শেষ করলে, তবে তোমার কেরিয়ারের সমস্ত সাফল্য নতুন প্রজন্মকে বছরের পর বছর প্রেরণা জুগিয়ে যাবে। মাঠে এবং মাঠের বাইরেও তুমি যেমন, সেই সব কিছুর জন্য ধন্যবাদ বিরাট কোহলি।’
