Indian Cricket Team: সামি-বুমরাদের নিয়ে বিশেষ পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের

Team India Bowling: বিশ্বকাপে খেলা সিনিয়র সদস্যদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দু-জন সহ অধিনায়ক রাখা হয়েছে। প্রথম তিন ম্যাচে সূর্যকুমার যাদবের ডেপুটি ঋতুরাজ গায়কোয়াড় এবং শেষ দু-ম্যাচে শ্রেয়স আইয়ার। সামি, বুমরা, সিরাজদের রাখা হয়নি। বলা ভালো, বিশ্বকাপ স্কোয়াডে থাকে হাতে গোনা কয়েকজনকেই দেখা যাবে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে।

Indian Cricket Team: সামি-বুমরাদের নিয়ে বিশেষ পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 12:05 AM

মুম্বই: রেশ যেন এখনও কাটছে না। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারতীয় ক্রিকেট দল। চ্যাম্পিয়নের ট্রফি তবুও হাতে উঠল না। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। এই ম্যাচ বাদ দিলে বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স প্রশংসনীয়। বিশেষ করে বলতে হয় বোলিং আক্রমণের কথা। লিগ পর্বের দুটি ম্যাচ এবং ফাইনাল বাদ দিলে, বাকি সব ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে ভারতীয় বোলিং আক্রমণ। বিশ্বকাপ শেষ। নানা দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। সামি, বুমরাদের নিয়ে বিশেষ ভাবনা টিম ম্যানেজমেন্টের। এমনটাই জানিয়েছেন বোলিং কোচ পারশ মামরে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে খেলা সিনিয়র সদস্যদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দু-জন সহ অধিনায়ক রাখা হয়েছে। প্রথম তিন ম্যাচে সূর্যকুমার যাদবের ডেপুটি ঋতুরাজ গায়কোয়াড় এবং শেষ দু-ম্যাচে শ্রেয়স আইয়ার। সামি, বুমরা, সিরাজদের রাখা হয়নি। বলা ভালো, বিশ্বকাপ স্কোয়াডে থাকে হাতে গোনা কয়েকজনকেই দেখা যাবে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে।

গত কয়েক মাস ধরেই টানা ক্রিকেট খেলছে ভারত। আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে সাতটি টেস্ট রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি সংস্করণে ফাইনালে উঠেছিল ভারত। দু-বারই রানার্স। জেতা হল না বিশ্বকাপ। নজরে এ বার পরবর্তী টুর্নামেন্ট। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজও রয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেলবে ভারত। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সে কারণেই তিন পেসারকে ফিট রাখা খুবই জরুরি।

ভারতীয় দলের বোলিং কোচ পারশ মামরে বলেন, ‘ওয়ার্কলোড ম্যানেজের ক্ষেত্রে আমাদের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে। ওরা প্রচুর ক্রিকেট খেলছে। এই বিষয়টা মাথায় রেখে পরিকল্পনা গড়তে হবে। যদিও এ বিষয়ে এখনও সেই অর্থে আলোচনা হয়নি।’