বিরাট-রোহিত বিতর্কে আজহারকে ঠুকলেন সানি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 15, 2021 | 1:45 PM

ভারতীয় টিমের দুই ক্যাপ্টেনকে ঘিরে যা চলছে, তাতে অত্যন্ত হতাশ গাভাসকর।

বিরাট-রোহিত বিতর্কে আজহারকে ঠুকলেন সানি
ভারতের প্রাক্তন অধিনায়ক সুনাীল গাভাসকর (ছবি-টুইটার)

Follow Us

মুম্বই‌: বিরাট কোহলি-রোহিত শর্মার সম্পর্কে কি ফাটল ধরেছে? ভারতীয় ক্রিকেটের নানা কিস্‌সা, ঘরনা প্রবাহ তারই ইঙ্গিত দিচ্ছে। যা নিয়ে ব্যাপক টানাপোড়েন চলছে টিমে। শুধু তাই নয়, লাল ও সাদা বলের দুই ক্যাপ্টেনকে কিছুটা চাপেও যে পড়েছে বিসিসিআই (BCCI), তা নিয়েও সন্দেহ নেই। খবরে, জল্পনা-কল্পনায় একেবারে জেরবার ভারতীয় ক্রিকেট। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো ক্রিকেট ব্যক্তিত্ব কিন্তু এই তত্ত্বে মোটেও বিশ্বাসী নন। উল্টে, প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) ‘রোহিত-বিরাট সম্পর্কে ফাটল ধরেছে’ টুইটের কিন্তু উল্টো স্রোতে হাঁটছেন। স্পষ্ট বলছেন, আজহারের কাছে প্রমাণ থাকলে দিন!

সানির স্পষ্ট কথা, ‘বিরাট আর রোহিতের মধ্যে সত্যিই কি কিছু হয়েছে? ওরা দু’জন যতক্ষণ না সামনে এসে কিছু বলছে, ততক্ষণ আমাদের সিদ্ধান্তে পৌঁছনোর কোনও মানে হয় না। আজহারউদ্দিন কিছু বলেছে, জানি। ওর কাছে যদি ভিতরের কোনও গল্প থাকে, আমাদের জানাক। কী হয়েছে বিরাট-রোহিতের, বলুক।’

ভারতীয় টিমের দুই ক্যাপ্টেনকে ঘিরে যা চলছে, তাতে অত্যন্ত হতাশ গাভাসকর। তিনি বলেও দিচ্ছেন, ‘যতক্ষণ না ওরা কিছু বলছে, ততক্ষণ আমি ওদের বেনিফিট অফ ডাউটই দেব। কারণ, ভারতীয় টিমের প্লেয়ার হিসেবে ওরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ধারাবাহিক ভাবে চমৎকার পারফর্ম করে আসছে। যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া ওদের কারও দিকে আঙুল তোলা আমাদের ঠিক হবে না।’

মঙ্গলবার বিকেলে আজহারের টুইট রীতিমতো বিতর্কের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি লিখেছিলেন, ‘বিরাট কোহলি জানিয়েছে, ও ওয়ান ডে সিরিজ খেলবে না। আর রোহিত চোটের জন্য টেস্ট সিরিজ থেকে সরে গিয়েছে। ছুটি নেওয়ার মধ্যে কোনও ভুল নেই। কিন্তু সব কিছুর একটা সময় হয়। যে গুঞ্জন চলছে, তার মধ্যে এই ঘটনা প্রমাণ করে একটা ফাটল ধরেছে। না হলে কেউ অন্য ফর্ম্যাট থেকে সরে যায় না।’

এর পরই আসরে নামে বোর্ড। তবে সরকারি কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু দু-একজন কর্তা বলছেন, বিরাট কোহলি বোর্ডের কাছ থেকে ছুটি চাননি। পুরোটাই গুঞ্জন। তাতেও কিন্তু বিতর্ক থামছে না। বরং তা বেড়েই চলেছে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে এই রকম বিতর্ক যে টিমের পক্ষে মারাত্মক ক্ষতিকর, সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ক্রিকেটাররা খুব ভালো করে জানেন।

আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: পাকিস্তান ম্যাচ দিয়ে ওয়ান ডে বিশ্বকাপ শুরু মিতালিদের

আরও পড়ুন: India Tour of South Africa: দক্ষিণ আফ্রিকায় রাহুল হয়তো বিরাটের ডেপুটি

Next Article