India vs Bangladesh: খেলা ৫ দিন গড়ালেই… ভারত সিরিজের লক্ষ্য পরিষ্কার বাংলাদেশের
কয়েক দিন আগে পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগার্সরা। যার ফলে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আত্মবিশ্বাসে ভরপুর। এ বার শান্তদের লক্ষ্য টিম ইন্ডিয়াকে (Team India) ভারতের মাটিতে হারিয়ে ইতিহাস লেখার।
কলকাতা: নাজমুল হোসেন শান্তদের (Najmul Hossain Shanto) এ বার গন্তব্য ভারত। আর মিশন হল, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। ঢাকা থেকে রবি-দুপুরে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। কয়েক দিন আগে পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগার্সরা। যার ফলে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আত্মবিশ্বাসে ভরপুর। এ বার শান্তদের লক্ষ্য টিম ইন্ডিয়াকে (Team India) ভারতের মাটিতে হারিয়ে ইতিহাস লেখার। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ৫ দিনে গড়াক, এমনটা চাইছে বাংলাদেশ (Bangladesh)। আর দেশ ছাড়ার আগে বাংলাদেশের ক্যাপ্টেনের মুখেও শোনা গিয়েছে সেই কথাই।
ভারতের বিমানে ওঠার আগে শান্ত বলেন, ‘আমরা দুটো টেস্ট ম্যাচ জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিস গুরুত্বপূর্ণ, যে প্রক্রিয়া গুরুত্বপূর্ণ… আমাদের লক্ষ্য থাকবে কাজটা ঠিকমতো করা। ভালো ফলাফল আসতেই পারে, যদি আমরা নিজেদের কাজটা ঠিক মতো করতে পারি।’
দুই টেস্টে ভারতের বিরুদ্ধে ৫দিনই খেলতে চায় বাংলাদেশ। শান্ত বলেন, ‘যদি ব়্যাঙ্কিং দেখা হয়, তা হলে দেখা যাবে ওরা আমাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। একটা ভালো সিরিজ হবে আশা করছি। আমাদের লক্ষ্য ৫ দিন ধরে ভালো খেলা। যদি আমরা ৫ দিন ভালো ক্রিকেট খেলতে পারি, তা হলে শেষ সেশনে কোনও দলেরই জয়ের সুযোগ থাকবে।’
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিামে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ হবে। ১৯ সেপ্টেম্বর থেকে তা হওয়ার ২৩ সেপ্টেম্বর অবধি। আর তারপর ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে। তা হবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর।
On their way to India! 🇧🇩✈️ The Bangladesh team departs for their Test and T20i series, ready for the challenge ahead. #BCB #Cricket #BDCricket #Bangladesh #INDvsBAN pic.twitter.com/ebNfBZSg9c
— Bangladesh Cricket (@BCBtigers) September 15, 2024