AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chris Gayle : বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দেশ, সুন্দরীদের সঙ্গে পার্টিতে মত্ত গেইল!

ক্রিকেটে সবচেয়ে বড় অঘটন ঘটে গিয়েছে শনিবার। ওডিআই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম বার ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে ওডিআই বিশ্বকাপ।

Chris Gayle : বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দেশ, সুন্দরীদের সঙ্গে পার্টিতে মত্ত গেইল!
Image Credit: Instagram
| Updated on: Jul 02, 2023 | 5:19 PM
Share

কলকাতা : ক্রিকেট বড় অনিশ্চয়তার খেলা। এক লহমায় ভেস্তে যেতে পারে সব হিসেব নিকেশ। এই অনিশ্চয়তার মধ্যেও মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেগুলিকে আমরা অঘটন বলে থাকি। শনি-সন্ধ্যায় জিম্বাবোয়েতে চলতি বিশ্বকাপের কোয়ালিফায়ারে তেমনই এক অঘটন ঘটে গিয়েছে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একসময়ে ক্রিকেট জগতের প্রবল পরাক্রমশালী এই দেশ এখন নিজেদের ছায়া । বিশ্বকাপের প্রথম দুটি সংস্করণ জয়ী দেশ ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। ইয়ান বিশপ, ড্যারেন সামি, কার্লোস ব্রেথওয়েটদের মতো প্রাক্তনরা হতাশা চেপে রাখতে পারেননি। আইসিসির পোস্ট করা একটি ভিডিয়োতে প্রাক্তন ক্যারিবিয়ান তারকাদের হতাশার চেহারা দেখে মন খারাপ ক্রিকেট বিশ্বের। যদিও এসব থেকে শতহস্ত দূরে ওয়েস্ট ইন্ডিজের আরও এক তারকা ক্রিকেটার ক্রিস গেইল (Chris gayle)। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বিপর্যয়ের দিন গেইল ব্যস্ত রইলেন উইক এন্ডের পার্টি মুডে। বিস্তারিত রইল TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। এতে থোড়াই কেয়ার গেইলের। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পার্টির ছবি ভিডিয়ো পোস্ট করলেন। ভিডিয়োতে দেখা গিয়েছেন, জংলা ছাপের পোশাক, মুখে সিগার মুখে এক সুন্দরী রমণীকে দিয়ে মাসাজ করাতে ব্যস্ত তিনি। শনিবার গেইল ভিডিয়োটি আপলোড করেন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর। যা দেখে চোখ কপালে উঠেছে ক্রিকেট প্রেমীদের। গেইল বরাবরই রঙিন জীবন যাপন পছন্দ করেন। তা বলে জাতীয় ক্রিকেটের এমন বিপর্যয়ের দিন পার্টির ভিডিয়ো পোস্ট করে কী বোঝাতে চাইলেন গেইল?

২০১৯ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিআই ফরম্যাটে খেলেছেন ক্রিস গেইল। ২০২১ সালে শেষবার খেলেন আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। যদিও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সমস্যার কারণে জাতীয় দলে না খেলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াতেন। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতেও তাঁকে নিয়ে আগের মতো আগ্রহ আর নেই। আইপিএলে দল পান না বলে দুঃখ প্রকাশ করেন। সম্প্রতি ৪৩ বছরের গেইল বলেন, “আমি অবসর নিয়ে এখনও কিছু ভাবিনি। লোকে আমাকে এখনও খেলতে দেখতে চায়। আমি এখনও মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত।”