Bengal Pro T20 League: ভিডিয়ো: ঋদ্ধিমানের দলের বিরুদ্ধে এবিডির মতো ক্যাচ অভিষেক দাসের
Watch Video: ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20 League) এক ম্যাচে অনবদ্য ক্যাচ নিয়েছেন অভিষেক দাস। অ্যাডামাস হাওড়া টিমে খেলেন তিনি। ঋদ্ধিমান সাহার টিমের বিরুদ্ধে অভিষেক দাসের (Abhishek Das) অবিশ্বাস্য ক্যাচের ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল।
কলকাতা: ধরো ক্যাচ, জেতো ম্যাচ— এ কথা গলি ক্রিকেটে থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট সর্বত্রই শোনা যায়। ফিল্ডিং ভালো না করলে একাধিক ম্যাচ খুইয়ে বসে শক্তিশালী টিমও। তার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কলকাতায় এখন চলছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। এ বার ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20 League) এক ম্যাচে অনবদ্য ক্যাচ নিয়েছেন অভিষেক দাস। অ্যাডামাস হাওড়া টিমে খেলেন তিনি। ঋদ্ধিমান সাহার টিমের বিরুদ্ধে অভিষেক দাসের (Abhishek Das) অবিশ্বাস্য ক্যাচের ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল।
বেঙ্গল প্রো টি-২০ লিগের ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ক্রিকেটের নন্দনকাননে রশ্মি মেদিনীপুর উইজার্ডকে ৫ উইকেটে হারিয়েছে। সেই সঙ্গে আলোচনা চলছে অ্যাডমাস হাওড়ার অভিষেক দাসকে নিয়ে। কারণ তিনি এক হাতে একটি ক্যাচ নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। তাঁর ওই ক্যাচকে টুর্নামেন্টের সেরাও বলা হচ্ছে। প্রোটিয়া কিংবদন্তি এক হাতে অনেক বার এমন ক্যাচ নিয়েছেন। ব্যাট হাতে অভিষেক দাস ওই ম্যাচে রান পাননি ঠিকই, কিন্তু ডান হাতে একটা ক্যাচ নিয়ে তিনি লাইমলাইটে চলে এসেছেন।
Abhishek Das catches the perfect catch! What a sight it was!
Catch all excitement LIVE on @JioCinema @Sports18 @FanCode #BengalProT20@CabCricket | @arivaasports pic.twitter.com/nV3bdIyKnX
— Bengal Pro T20 League (@bengalprot20) June 15, 2024
প্রথমে ব্যাটিং করে ঋদ্ধিমান সাহার মেদিনীপুর উইজার্ড ২০ ওভারে ১৩২ রান তোলে। এই ম্যাচে ব্যাট হাতে ছাপ রাখতে পারেননি ঋদ্ধিমান সাহা। তিনি শূন্যে আউট হন। হাওড়া ওয়ারিয়র্সের সক্ষম চৌধুরী ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে একাই প্রায় শেষ করে দেন মেদিনীপুর উইজার্ডকে।
১৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুর দিকে উইকেট হারায় অ্যাডামাস হাওড়া। ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদারের ব্যাট অবশ্য চুপ থাকেননি। তাঁর ব্যাটে গুরুত্বপূর্ণ ৩০ রান আসে। তিনি আউট হওয়ার পর প্রমোদ ও পঙ্কজের জুটিটাই অ্যাডামাস হাওড়াকে জিতিয়ে দেয়। ৪২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন প্রমোদ। এবং ইমপ্যাক্ট সাব হিসেবে নামা পঙ্কজ শ ১৯ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।