AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ, ICC Champions Trophy Final: ২৫ বছর পার… মরুশহরে কিউয়িদের বিরুদ্ধে বদলা নিতে মুখিয়ে মেন ইন ব্লু

ICC Champions Trophy 2025: ২৫ বছর আগে মিনি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)। এ বার ফের এই টুর্নামেন্টে ট্রফির শেষ লড়াইয়ের কিনারায় দাঁড়িয়ে দুটো দল।

IND vs NZ, ICC Champions Trophy Final: ২৫ বছর পার... মরুশহরে কিউয়িদের বিরুদ্ধে বদলা নিতে মুখিয়ে মেন ইন ব্লু
২৫ বছর পার... মরুশহরে কিউয়িদের বিরুদ্ধে বদলা নিতে মুখিয়ে মেন ইন ব্লু Image Credit: PTI
| Updated on: Mar 06, 2025 | 4:51 PM
Share

দুবাই: ২৫ বছর আগে মিনি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)। এ বার ফের এই টুর্নামেন্টে ট্রফির শেষ লড়াইয়ের কিনারায় দাঁড়িয়ে দুটো দল। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কী হয়েছিল ফলাফল? লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড ফাইনালে উঠতেই অনেক ক্রিকেট প্রেমীর মনে পড়ছিল ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা। রবিবারের ভারত-কিউয়ি মেগা ফাইনালের আগে ফিরে দেখা বছর ২৫-এর আগের ফাইনাল।

নাইরোবিতে ২০০০ সালের ১৫ অক্টোবর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত নেমেছিল স্টিফেন ফ্লেমিংয়ের কিউয়িদের বিরুদ্ধে। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন কিউয়ি ক্যাপ্টেন। মেন ই ব্লুর অধিনায়ক সৌরভের ১১৭ রান, সচিন তেন্ডুলকরের ৬৯ রানের সুবাদে ভারত প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৬৪ রান তোলে। সৌরভ ও সচিন ছাড়া সেই ম্যাচে রাহুল দ্রাবিড় করেন ২২ রান। সেই ম্যাচে অলরাউন্ডার যুবরাজ সিং করেন ১৮ রান। বর্তমানে বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগরকর সেই ম্যাচে ১৫ রান করেছিলেন। আর রবিন সিং করেছিলেন ১৩।

এরপর ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় কিউয়িরা। ১.৫ ওভারে ওপেনার ক্রেগকে (৩) ফেরান ভেঙ্কটেশ প্রসাদ। তারপর অধিনায়ক স্টিফেন ফ্লেমিং (৫) এর উইকেটও তুলে নেন ভেঙ্কটেশ। জোড়া উইকেট হারিয়ে নাথান অ্যাস্টেলের সঙ্গে জুটি বাঁধেন রজার। পাঁচে নেমে ১০২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ক্রিস কেয়ার্নস। কিউয়িদের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ককেন ক্রিস হ্যারিস (৪৬)। দেখতে দেখতে জয়ের দিকে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ফ্লেমিং এর টিম। ৪৯.৪ ওভারে ৬ উইকেটে ২৬৫ রান তোলে নিউজিল্যান্ড। ফলে ৪ উইকেটে জয় কিউয়িদের। বছর ২৫ আগে ভারতের মুখের সামনে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড। এ বার ৯ মার্চ রোহিতদের সেই হারের বদলা নেওয়ার পালা।