Rohit Sharma: ওপেন নাকি মিডল অর্ডার? রোহিত শর্মাকে নিয়ে দুই মেরুতে সানি-শাস্ত্রী

Dec 12, 2024 | 5:56 PM

IND vs AUS, BGT: নানা মুনির নানা মতের মতো দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা কেউ রোহিতকে ওপেনিংয়ে দেখতে চাইছেন। কেউ আবার তাঁকে পাঁচ-ছয়ই দেখতে চাইছেন। এত আলোচনা তো হচ্ছে, এ বার দেখার ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে রোহিত কততে নামেন।

Rohit Sharma: ওপেন নাকি মিডল অর্ডার? রোহিত শর্মাকে নিয়ে দুই মেরুতে সানি-শাস্ত্রী
Rohit Sharma: ওপেন নাকি মিডল অর্ডার? রোহিত শর্মাকে নিয়ে দুই মেরুতে সানি-শাস্ত্রী
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ওপেন নাকি মিডল অর্ডার? ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ম্যাচগুলোতে কোন পজিশনে দেখা যাবে। নানা মুনির নানা মতের মতো দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা কেউ রোহিতকে ওপেনিংয়ে দেখতে চাইছেন। কেউ আবার তাঁকে পাঁচ-ছয়ই দেখতে চাইছেন। পারথ টেস্টে দারুণ জয়ের পর অ্যাডিলেডে টিম ইন্ডিয়ার ভরাডুবি হয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যদি সিরিজে ফিরতে হয়, তা হলে ভারতীয় টিমকে গাব্বা জয় করতে হবে। এ বার রোহিতের ব্যাটিং পজিশন নিয়ে দুই মেরুতে দুই মত দিলেন রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকর।

স্টার স্পোর্টসে সানি বলেন, ‘যদি রোহিত ওপেন করে বা ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামে, তা হলে পিচ নিয়ে কোনও সমস্যা হবে না। এখানে ও মানসিকভাবে বিষয়টা কেমন করে দেখছে সেটা গুরুত্বপূর্ণ। গত চার-পাঁচ বছর ধরে ও ওপেনিংয়ে ব্যাট করছে। তারপর হঠাৎ পজিশন বদল করতে হয়েছে ওকে কারণ, পারথে ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছিল। ওপেনিং জুটিতে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলকে তাই বদলে ফেলতে চায়নি ও।’

সানির মতে, ‘ও (রোহিত শর্মা) কোনও রকম চাপে নেই। সকলেই জানে ও কী করতে পারে এবং কী ভাবে তা তুলে ধরে। সম্ভবত দলে ওই একমাত্র যে সবচেয়ে কম ভয় পায়। ওকে নিয়ে চিন্তার একটাই কারণ দেখছি, ও অ্যাডিলেডে রান পায়নি। ও কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে পারবে। এটা আমাদের মনে রাখা দরকার।’

এই খবরটিও পড়ুন

গাভাসকর যেখানে রোহিতকে ওপেনে দেখতে চাইছেন, সেখানে রবি শাস্ত্রীর মুখে উল্টো সুর। তিনি বলেন, ‘গত আট-নয় বছর ধরে ও ওপেনিংয়ে নিজের সেরাটা তুলে ধরেছে। ও যে এই পজিশনে আগুন ধরিয়ে দেবে তা নয়। ও সামনে থেকে দলকে সেরা নেতৃত্ব দিতে পারে। যদি ও পাল্টা আক্রমণ করার কথা ভাবে, তা হলে এটাই সঠিক সময় ও স্থান। সিরিজ যেহেতু ১-১ রয়েছে, তাই এখনই সেরা সময় ঘুরে দাঁড়ানোর।’

আইসিসি রিভিউতে রবি শাস্ত্রীর সংযোজন, ‘রোহিতের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ও জানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও কতটা মারাত্মক হতে পারে। অস্ট্রেলিয়া ওকে কোন পজিশনে দেখতে চাইছে না? ঠিক সেটাই ওর বেছে নেওয়া দরকার। ও যেহেতু দলের লিডার, তাই এটা ও বেছে নিতে পারবে। আমার মনে হয় রাহুলের ওপেনিংয়েই থাকা উচিত। কারণ অস্ট্রেলিয়ায় এসে রোহিত বেশি সময় পায়নি। খুব তাড়াতাড়ি ও প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলেছিল। আমি তো বলব একই পথে হাঁটা উচিত। রোহিত পাঁচ বা ছয়ে ব্যাট করতে পারে।’

Next Article