AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: বিরাট কোহলির মন্তব্যের তীব্র বিরোধিতায় আন্দ্রে রাসেল! কী বলছেন?

Andre Russell on Virat Kohli: বিরাটের কেরিয়ারে নানা প্রাপ্তির মধ্যে অধরা ছিল আইপিএল ট্রফি। সেই আক্ষেপও মিটেছে। এরপরই বিরাট কোহলি একটি মন্তব্য করেন বিরাট। যার তীব্র বিরোধিতায় কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

Virat Kohli: বিরাট কোহলির মন্তব্যের তীব্র বিরোধিতায় আন্দ্রে রাসেল! কী বলছেন?
Image Credit: PTI
| Updated on: Jun 07, 2025 | 7:15 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুম শেষ। এ বার পাওয়া গিয়েছে নতুন চ্যাম্পিয়ন। ফাইনালের আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে। দুই ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস দু-দলই প্রথম ট্রফির খোঁজে ছিল। অবশেষে স্বপ্নপূরণ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তাদের ক্রিকেটার, কোচিং স্টাফ অনেকেই মরসুমের শুরু থেকেই বলে আসছিলেন বিরাট কোহলির জন্য এই ট্রফি জিততে চান। জয়ের পরও সকলেই তেমনই বলেছেন। বিরাটের কেরিয়ারে নানা প্রাপ্তির মধ্যে অধরা ছিল আইপিএল ট্রফি। সেই আক্ষেপও মিটেছে। এরপরই বিরাট কোহলি একটি মন্তব্য করেন বিরাট। যার তীব্র বিরোধিতায় কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। সেটা নিয়ে যেমন বিরাটের কাছে জানতে চাওয়া হয়, পাশাপাশি প্রশ্ন করা হয়, আইপিএলে প্রথম ট্রফি কতটা গুরুত্বপূর্ণ তাঁর কাছে। ফাইনালের পর বিরাট কোহলি বলেন, ‘এই মুহূর্তটা আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। তবে টেস্ট ক্রিকেটের নিরিখে বললে পাঁচটি স্তর নীচে থাকবে। টেস্ট ক্রিকেট আমার কাছে এতটাই মূল্যবান। টেস্ট ক্রিকেটকে কতটা ভালোবাসি, সকলেই জানে।’

বিরাট কোহলির এই মন্তব্যের প্রেক্ষিতেই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ইংল্যান্ডের দ্য গার্ডিয়ানে এক সাক্ষাৎকালে বলেন, ‘আমার মতে, ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করতেই পারেন। তবে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে পুরো উল্টো। টেস্ট খেলার জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বিশাল অর্থ পেয়ে থাকে ওরা। সে কারণেই বড় মঞ্চে খেলার সুযোগ পায়। তারাও খেলতে চায়। আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা? দেখানোর জন্য ৫০-১০০ টেস্ট খেলতেই পারে, কিন্তু অবসরের পর পরিস্থিতিটা দেখানোর মতো থাকবে না।’

আন্দ্রে রাসেলের পরিস্থিতিটা অবশ্য বুঝতে অসুবিধা হয় না। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের আর্থিক পরিস্থিতি ভালো নয়। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই আয় করেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। যে কারণে দেশের হয়ে খেলার খুব একটা আগ্রহও দেখা যায় না।