Rinku Singh-Priya Saroj: রিঙ্কু সিং-প্রিয়া সরোজের বাগদান সম্পন্ন, অনুষ্ঠানে ভিভিআইপির মেলা

Rinku Singh Gets Engaged: কয়েক দিন আগেই উত্তরপ্রদেশ তথা ভারতীয় দলের আর এক ক্রিকেটার কুলদীপ যাদবের বাগদান হয়েছে। কুলদীপ ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন। দলের সঙ্গে আপাতত ইংল্যান্ডে। এ বার নতুন ইনিংস শুরু রিঙ্কু সিংয়েরও।

Rinku Singh-Priya Saroj: রিঙ্কু সিং-প্রিয়া সরোজের বাগদান সম্পন্ন, অনুষ্ঠানে ভিভিআইপির মেলা
Image Credit source: PTI

Jun 08, 2025 | 4:06 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। জাতীয় দলে এখন সাদা বলের সিরিজ নেই। এই ফাঁকে বাগদান পর্ব সেরে নিলেন রিঙ্কু সিং। ভারতীয় দল এবং কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ব্যাটারের সঙ্গে সাংসদ প্রিয়া সরোজের সম্পর্ক দীর্ঘ দিনের। দুই পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল। এ বার বাগদান পর্বও সম্পন্ন হল। লখনউয়ে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অনেক ভিআইপি। কয়েক দিন আগেই উত্তরপ্রদেশ তথা ভারতীয় দলের আর এক ক্রিকেটার কুলদীপ যাদবের বাগদান হয়েছে। কুলদীপ ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন। দলের সঙ্গে আপাতত ইংল্যান্ডে। এ বার নতুন ইনিংস শুরু রিঙ্কু সিংয়েরও।

লখনউয়ের এক বিলাসবহুল হোটেলে বাগদান পর্ব সারেন রিঙ্কু সিং। ক্রিকেটার এবং রাজনীতিক এর বাগদান পর্বে প্রায় ৩০০ অতিথি উপস্থিত ছিলেন। ক্রিকেটার, ক্রিকেট প্রশাসক এবং রাজনীতির জগতের অতিথিই বেশি। ক্রিকেটারদের মধ্যে প্রবীণ কুমার, পীযুষ চাওলা, উত্তর প্রদেশ রঞ্জি টিমের ক্যাপ্টেন আর্য জুয়েল এবং রাজনীতির ব্যক্তিত্বদের মধ্যে অখিলেশ যাদব, জয়া বচ্চন, ডিম্পল যাদব, ইকরা হাসান এবং কংগ্রেস নেতা তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লাও ছিলেন।

রিঙ্কু সিং যেমন ভারতীয় ক্রিকেটে পরিচিত ব্যক্তিত্ব তেমনই প্রিয়া সরোজ রাজনীতির জগতে। মাত্র ২৫ বছরের প্রিয়া কনিষ্ঠতম সাংসদ হিসেবে কীর্তি গড়েছেন। তাঁর বাবাও রাজনীতির ব্যক্তিত্ব। রাজনীতিতে আসার আগে প্রিয়া আইন নিয়ে কাজ করতেন। সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন।