India vs Australia Match Preview: সেমিতে জোড়া ‘মাথা’ব্যথা রোহিতের, ভরসা মিডল অর্ডার-ওভার!

India vs Australia in Champions Trophy 2025 Prediction: ফাইনালের আগে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স মন্তব্য করেছিলেন, আমেদাবাদের লক্ষাধিক ভারতীয় ক্রিকেট প্রেমীদের চুপ করাতে চান। শেষ অবধি সেটাই হয়েছিল। ফাইনালে হার। সেই অস্বস্তি কাটেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই প্যাট কামিন্স। কিন্তু সেই অস্বস্তিটা রয়েছে গিয়েছে।

India vs Australia Match Preview: সেমিতে জোড়া মাথাব্যথা রোহিতের, ভরসা মিডল অর্ডার-ওভার!
Image Credit source: PTI FILE

Mar 04, 2025 | 12:00 AM

এখন ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হলেই ঘুরে ফিরে দুঃস্বপ্নের স্মৃতি আসে। একটা সময় অবধি সেই অস্বস্তি ছিল ২০০৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে। কিন্তু নতুন ক্ষতও রয়েছে। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অভিযান শুরু করেছিল ভারত। সব মিলিয়ে টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন রোহিত-বিরাটরা। ফাইনালের আগে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স মন্তব্য করেছিলেন, আমেদাবাদের লক্ষাধিক ভারতীয় ক্রিকেট প্রেমীদের চুপ করাতে চান। শেষ অবধি সেটাই হয়েছিল। ফাইনালে হার। সেই অস্বস্তি কাটেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই প্যাট কামিন্স। কিন্তু সেই অস্বস্তিটা রয়েছে গিয়েছে।

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। রোহিত শর্মার নেতৃত্বে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। অন্য দিকে, অস্ট্রেলিয়া গ্রুপের ম্যাচগুলি খেলেছে পাকিস্তানের ব্যাটিং সহায়ক পিচে। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান তাড়াও করেছে। কিন্তু বাকি দু-ম্যাচের মধ্যে একটিতে বল গড়ায়নি, আর একটি মাঝপথেই ভেস্তে যায়। এ বার খেলতে হবে দুবাইয়ের মন্থর পিচে।

অজি শিবিরে স্পিন খেলার দক্ষতা ভালোই রয়েছে। বিশেষ করে বলতে হয় স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারির কথা। কিন্তু ভারতকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে অস্বস্তিতে ফেলেছেন ট্রাভিস হেড। সেটা ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হোক আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের প্রধান বাধা ট্রাভিস হেডকে ফেরানো। রোহিতের আরও একটা মাথাব্যথা কম্বিনেশন। প্রথম দু-ম্যাচে তিন স্পিনারে কম্বিনেশন সাজিয়েছিলেন। কিউয়িদের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে হর্ষিতের পরিবর্তে বরুণ চক্রবর্তীকে আক্রমণে আনেন। আর সুযোগটা দুর্দান্ত কাজে লাগিয়েছেন বরুণ। নিয়েছেন পাঁচ উইকেট। অজিদের বিরুদ্ধেও সেই কম্বিনেশনের কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু পিচ যদি আগের ম্যাচের মতো না হয়! দ্বিধাও রয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারতের জয়ের চাবি হয়ে উঠতে পারে মিডল অর্ডার এবং মিডল ওভারই। গত ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হয়েছিল। অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণ অভিজ্ঞ না হলেও সীমিত সুযোগে ভালো পারফর্ম করে দেখিয়েছে। টপ অর্ডারে বিপর্যয় হলে শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়ারাই মূল ভরসা। তেমনই অস্ট্রেলিয়ার টপ অর্ডার হেড ও জশ ইংলিশকে দ্রুত ফেরানোই লক্ষ্য। না হলে মিডল ওভারে স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েলদের আটকানো চাপের। শুরুতে উইকেট না নিতে পারলে সমস্যা বাড়বে। সে কারণেই আরও বোলিং কম্বিনেশন নিয়ে মাথাব্যথা।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্য়াটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি।

ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম সেমিফাইনাল দুপুর ২.৩০, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস, জিওহটস্টারে সম্প্রচার