SRH vs CSK, IPL 2022 Match Prediction: অধিনায়ক ধোনির দ্বিতীয় ইনিংস শুরু আজ
Sunrisers Hyderabad vs Chennai Super Kings Preview: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করছেন ধোনি। সানরাইজার্সও (Sunrisers Hyderabad) তৈরি প্লে-অফের দৌড়ে এগিয়ে যেতে। আইপিএলে (IPL 2022) আজ আবার টানটান লড়াইয়ের অপেক্ষা।
পুণে: লড়াইটা সহজ নয় কঠিন। তা সে যতই একটা দল ভালো জায়গায় থাকুক আর অন্য দল খারাপ জায়গায়। আজ আইপিএলে (IPL 2022) দক্ষিণ ভারতের বড় ম্যাচে মুখোমুখি অরেঞ্জ আর্মি ও ইয়েলো ব্রিগেড। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অনেকটা ভালো জায়গায় কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। অন্যদিকে শেষের দিক থেকে দু’নম্বরে চেন্নাই সুপার কিংস (Chennai super Kings)। পয়েন্ট মাত্র ৪। খাতায় কলমে চেন্নাই সুপার কিংসের আশা শেষ হয়ে যায়নি। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। বরং অসম্ভব বলা যেতেই পারে। সেই অসম্ভবকে সম্ভব করতে মরসুমের মাঝপথেই অধিনায়ক বদল করল চেন্নাই। ক্যাপ্টেন্সির ব্যাটন ফিরিয়ে দেওয়া হয়েছে মাহির হাতে। ধোনি ম্যাজিকে ভর করে লড়াইয়ে ফিরে আসার চ্যালেঞ্জ সুপার কিংসের। অন্যদিকে কেন উইলিয়ামসনের দল প্রথম দুটো ম্যাচ হারতেই একটা গেল গেল রব উঠেছিল। তবে কামব্যাক যে অরেঞ্জ আর্মির প্রতিবারের সঙ্গী। টানা পাঁচটা ম্যাচ জিতে তারা ১০ পয়েন্টে দাঁড়িয়ে। সঙ্গে প্লে-অফের অন্যতম দাবিদার।
সানরাইজার্স হায়দরাবাদ এ বার যে চমকটা দিচ্ছে তার মূলে রয়েছে জম্মু-কাশ্মীরের একটা তরুণ পেসার। যার গতি ভয় ধরিয়ে দিচ্ছে ব্যাটারদের মনে। ব্যাট নামানোর আগেই ভেঙে যাচ্ছে উইকেট। আর এক জনের নাম না বললেই নয়, মিডল অর্ডারে এইডেন মার্করাম অনেকটা যেন চুপিসারে নিজের কাজটা করে যাচ্ছেন। টপ অর্ডারে উইলিয়ামসনরা রান পান বা না পান, অরেঞ্জ আর্মির ব্যাটিংয়ের মেরুদন্ড তিনি। চেন্নাই বোলারদের প্রাথম কাজ যদি হয় উইলিয়ামসনের উইকেট, তাহলে দ্বিতীয় লক্ষ্যটাই করতে হবে মার্করামকে। অঙ্কের হিসেব বলছে হাতে থাকা ছ’টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলতে হবে। তাই অনেকটা ঠাণ্ডা মাথায় পরিকল্পনা সাজাতে পারবেন টম মুডিরা।
অন্যদিকে চেন্নাই সুপার কিংসের কাজটা কঠিন। আর একটা হার মানেই প্লে-অফের স্বপ্নটা খাতায় কলমেও শেষ হয়ে যাবে। যে দলটা টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল হিসেবে পরিচত, তারাই এ বার ধারাবাহিকতার ধারে কাছেও নেই। ব্যাটিং অর্ডারে কবে কে ক্লিক করবেন তার আগাম কোনও আঁচ পাওয়া সম্ভব নয়। উথাপ্পা, ঋতুরাজ, শিবমদের ব্যাট আজ ভালো তো কাল খারাপ। ভরসা যেন একমাত্র আম্বাতি রায়ডু। তাঁর কাঁধেই মূল দায়িত্ব থাকবে উমরানের গতি ও ভুবনেশ্বরের সুইং সামলানোর। ভরসা অধিনায়ক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলা ধোনি।
দুই দলই তাঁদের শেষ ম্যাচে হারের মুখ দেখেছে। চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে পঞ্জাব কিংস। অন্যদিকে টানটান ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।
আরও পড়ুন : MS Dhoni: হঠাৎ সরলেন জাডেজা, চেন্নাইয়ের নেতা আবার ধোনি