
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশেষে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের জন্মলগ্ন তথা ২০০৮ সাল থেকে একই ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ আরসিবির হয়ে খেলছেন বিরাট কোহলি। ট্রফি খরা কিছুতেই কাটছিল না। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ট্রফি জেতার পর আরসিবির সেলিব্রেশনে বিরাট কোহলির সঙ্গে প্রত্যাশামতোই দেখা যায় অনুষ্কা শর্মাকে। সকলের মন জয় করে নিয়েছিল বিরাট-অনুষ্কার নানা মুহূর্ত। তাঁদের নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর মাঝেই আলোচনায় বিরাট কোহলির বোনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টও।
আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের বার্তা পোস্ট করেন বিরাট কোহলির বোন ভাবনা কোহলি ঢিংরা। অনেকেই মন্তব্য করছেন, ট্রফি জেতার পর বিরাট কোহলি অনেকের কথাই বলেছেন, কিন্তু পরিবারের কারও কথাই শোনা যায়নি বিরাটের মুখে। এমনকি বোনের সম্পর্কেও কিছু বলেননি। অনেকে এমন প্রশ্নও তুলছেন, পরিবারের সঙ্গে বিরাটের বোনের সম্পর্ক কী ঠিক নেই? বিরাট বা অনুষ্কার সঙ্গে ভাবনার সম্পর্ক নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই।
বিরাটের ট্রফি জয়ে উচ্ছ্বসিত বোন ভাবনাও। সেখানে একটা লাইন এমনও লেখা রয়েছে, বিরাট যেমন কেঁদেছেন তেমনই এই আনন্দের মুহূর্তে ‘ছোট্ট বীরুর’ জন্য তাঁরাও কান্নায় ভেঙে পড়েছেন। বিরাট কোহলিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভাবনা।
ভাবনার এই পোস্টে একজন লিখেছেন, বিরাট কখনও আপনাদের নাম উল্লেখ করেন না। ভাবনা অবশ্য কড়া রিপ্লাই দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি প্রার্থনা করব, আপনাদের জীবনেও সত্যিকারের সম্পর্ক আসুক, যেখানে কোনও নিরাপত্তাহীনতা থাকবে না। বা এমন কোনও সম্পর্ক যেটা দেখাতে হবে, প্রচারের আলোয় আনতে হবে। এমন সম্পর্কই থাকুক, যা শুধু হৃদয়ের সম্পর্ক হবে। ভগবান আপনাকে আশীর্বাদ করুন।’