Mohammed Shami: ‘হারিয়ে যাওয়া’ রিভার্স সুইং ফেরাতে আইসিসির কাছে বলে থুতু লাগানোর আর্জি মহম্মদ সামির

Mar 05, 2025 | 4:27 PM

ICC Champions Trophy 2025: অস্ট্রেলিয়াকে হারিয়ে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। তবে একটা জিনিস মিস করছেন মহম্মদ সামি। আর তা হল রিভার্স সুইং।

Mohammed Shami: হারিয়ে যাওয়া রিভার্স সুইং ফেরাতে আইসিসির কাছে বলে থুতু লাগানোর আর্জি মহম্মদ সামির

Follow Us

দুবাই: দীর্ঘ চোট বিরতি কাটানোর পর মহম্মদ সামি (Mohammed Shami) বাইশ গজে ফিরে দ্যুতি ছড়াচ্ছেন। বর্তমানে তিনি ব্যস্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy)। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে ফাইফার নিয়েছিলেন সামি। পাক ম্যাচে এবং কিউয়িদের বিরুদ্ধে তিনি উইকেট পাননি। তবে আবার তিনি সেমিফাইনালে জ্বলে উঠেছিলেন। স্টিভ স্মিথদের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে সামি তুলে নেন ৩টি উইকেট। অস্ট্রেলিয়াকে হারিয়ে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। তবে একটা জিনিস মিস করছেন মহম্মদ সামি। আর তা হল রিভার্স সুইং। যে কোনও ম্যাচে বোলাররা যাতে রিভার্স সুইং করতে পারেন, তার জন্য সামি মনে করছেন আইসিসির এক নিয়মে বদল প্রয়োজন। কী সেই নিয়ম?

আসলে মহম্মদ সামি আইসিসির কাছে এক আবেদন করেছেন যে, বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য যেন লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০২২ সালে বলে লালা লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। পুরনো বলের এক পাশ উজ্জ্বল করার জন্য লালা ব্যবহার করলে পেসাররা রিভার্স সুইং করাতে পারেন। ওডিআই ক্রিকেট ম্যাচের শেষের দিকে যা কার্যকরী ভূমিকা পালন করত। এখন আর কোনও ম্যাচ খেলার জন্য থুতু ব্যবহার করতে পারেন না ক্রিকেটাররা। পড়েন সমস্যায়। তা নিয়েই বলেছেন সামি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৩টি উইকেট নেওয়ার পর সাংবাদিকদের মহম্মদ সামি বলেন, “আমরা রিভার্স সুইং করার চেষ্টা করছি। কিন্তু সেটা পারছি না। কারণ আমরা তো এখন খেলার সময় বলে লালা ব্যবহার করতে পারি না।” সেখানেই থেমে থাকেননি সামি। তিনি আরও বলেন, “আমরা নিয়মিত লালা ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য আবেদন করছি। তা হলে রিভার্স সুইং আরও আকর্ষণীয় হবে।”

এই খবরটিও পড়ুন