Virat Kohli-Rohit Sharma: বিরাট, রোহিতের জন্য কেন নিয়ম ভাঙল ভারতীয় ক্রিকেট বোর্ড?

Indian Cricket Team: তা না হলেও অক্টোবর, নভেম্বরে ভারতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। অজিদের বিরদ্ধে তিনটে ওয়ান ডে ম্যাচ দিয়েই সিরিজ শুরু। ওই সিরিজে খেলতে দেখা যাবে রোহিত, বিরাটকে। তবে এই দু'জনকে ঘিরে একটা গুরুতর প্রশ্ন এই মুহূর্তে উঠে এসেছে। কী সেই প্রশ্ন?

Virat Kohli-Rohit Sharma: বিরাট, রোহিতের জন্য কেন নিয়ম ভাঙল ভারতীয় ক্রিকেট বোর্ড?
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 14, 2025 | 5:54 PM

কলকাতা: টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। এ বার টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটে এই প্রজন্মের দুই সেরা তারকা। বিরাট কোহলি আর রোহিত শর্মা দেশের হয়ে অবশ্য খেলবেন। তবে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটে। অগস্টে বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে হোম সিরিজ। কিন্তু পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ আবহে কূটনৈতিক পরিস্থিতি বদলেছে। বাংলাদেশের সঙ্গে ওই সিরিজ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তা না হলেও অক্টোবর, নভেম্বরে ভারতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। অজিদের বিরদ্ধে তিনটে ওয়ান ডে ম্যাচ দিয়েই সিরিজ শুরু। ওই সিরিজে খেলতে দেখা যাবে রোহিত, বিরাটকে। তবে এই দু’জনকে ঘিরে একটা গুরুতর প্রশ্ন এই মুহূর্তে উঠে এসেছে। কী সেই প্রশ্ন?

দুটো ফর্ম্যাটে আর খেলতে দেখা যাবে না রোহিত ও বিরাটকে। এই দুই মহাতারকা কি বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে পারেন? আগামী বছর কী হবে, তা বলা মুশকিল। তবে কিছুদিন আগে বোর্ডের বার্ষিক চুক্তি ঘোষণা করা হয়েছে। তাতে এ-প্লাস ক্যাটেগরিতে রাখা হয়েছে রোহিত-বিরাটকে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, দুটো ফর্ম্যাট থেকে অবসর নিলেও এই দুই তারকা এ প্লাস ক্যাটেগরিতেই থাকবেন। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট বলে দিয়েছেন, ‘টি-টোয়েন্টি, টেস্ট থেকে যতই ওরা অবসর নিক, রোহিত আর বিরাট বোর্ডের চুক্তির এ প্লাস ক্যাটেগরিতেই থাকবেন। ওরা ভারতীয় ক্রিকেটের অংশ। সেই কারণেই চুক্তির আওতায়ও থাকবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত, বিরাট। বলা যেতে পারে, ওই ফর্ম্যাটের জন্য বিশ্বকাপের মঞ্চ পেয়ে গিয়েছিলেন দুই মহাতারকা। কিন্তু টেস্ট থেকে অবসরের জন্য বিদায়ী ম্যাচ পেলেন না দুই তারকা। বলা হচ্ছিল, ইংল্যান্ড সফর এই দু’জনের কাছে শেষ টেস্ট সিরিজ হতে পারে। তা হয়নি। তাতে আক্ষেপ থাকছে। তবে বোর্ড এই দুই তারকার ক্ষেত্রে নিয়ম ভাঙল। এ প্লাস ক্যাটেগরিতে তাঁরাই থাকতে পারেন, যাঁরা সব ক’টা ফর্ম্যাটে খেলবেন। বিরাট, রোহিত শুধু ওয়ান ডে খেললেও তাঁদের এই ক্যাটেগরি থেকে বাদ দেওয়া হল না।