MS Dhoni: আগামী মরসুমেও আইপিএল খেলবেন ধোনি? মুখ খুললেন চেন্নাই কর্তা

CSK in IPL: এক সময় জাতীয় দল খেলা মহেন্দ্র সিং ধোনি এখন টিমের আনক্যাপড প্লেয়ার। তাঁর দাম এখন ৪ কোটি। দলে তাঁর থেকে অনেক দামি প্লেয়ার রয়েছন। তাতেও ধোনিকে কেন্দ্র করেই দল সাফল্যের নকশা তৈরি করে।

MS Dhoni: আগামী মরসুমেও আইপিএল খেলবেন ধোনি? মুখ খুললেন চেন্নাই কর্তা
আগামী মরসুমেও আইপিএল খেলবেন ধোনি? মুখ খুললেন চেন্নাই কর্তাImage Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 07, 2025 | 8:42 PM

অবসরের ভাবনা আপাতত নেই। অন্তত আর একটা মরসুম আইপিএলে (IPL) খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। প্রতি মরসুম শেষের পরই প্রশ্ন ওঠে, মাহি কি আর খেলবেন আইপিএলে? সেই প্রশ্ন এখনও রয়েছে। কিন্তু চেন্নাই সুপার কিংসের তরফে বলে দেওয়া হচ্ছে, টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, তিনি আগামী মরসুমে আইপিএলে খেলবেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনিই সবচেয়ে সফল ক্যাপ্টেন। তিনটে আইসিসি ট্রফি জিতেছেন। ফিনিশার হিসেবেও ধোনি অতুলনীয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ব্যাটিং আর দেখা যায় না। তবে ধোনি আর একটা মরসুমের জন্য সেরাটা দিতে মুখিয়ে আছেন।

ধোনি খেলবেন কিনা, চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ এ নিয়ে মুখ খুলেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা আশাবাদী, ধোনিকে আগামী বছর টিমের হয়ে খেলতে দেখা যাবে।’ দেশের হয়ে আগেই অবসর নিয়েছেন ধোনি। কিন্তু আইপিএলে ধোনি শো এখনও চলছে। তাঁর অগণিত ভক্ত চান, ধোনি যেন আইপিএলে খেলেন। এর মাঝে দু’বার ধোনি নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন অন্য ক্রিকেটারের হাতে। কিন্তু আবার তাঁকে নেতৃত্বে দেখা গিয়েছে। আসলে দলের নিউক্লিয়াস এখনও ধোনিই। তিনি মাঠে থাকা মানে মাহিই দলের চালিকা শক্তি।

চেন্নাইয়ের সঙ্গে ধোনির সম্পর্ক সেই ২০০৮ সাল থেকে। মাঝে সিএসকে ২ বছর নির্বাসনের সময় অন্য দলে খেলেছিলেন। নির্বাসন ওঠার পর আবার চেন্নাইয়ে ফিরেছিলেন। ৪৪ বছরের ধোনি ১৯তম আইপিএলেরও মূল আকর্ষণ হতে চলেছেন। ব্যাটার বা বোলারদের দীর্ঘদিন খেলতে দেখা যায়। কিন্তু কিপারের পক্ষে দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়া কঠিন। বয়সের সঙ্গে ফিটনেস মান করতে থাকে। ৪৪ বছরের ধোনি সে সবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। আইপিএলের লক্ষ্যে প্র্যাক্টিসেও নেমে পড়েছেন মাহি।

এক সময় জাতীয় দল খেলা ধোনি এখন টিমের আনক্যাপড প্লেয়ার। তাঁর দাম এখন ৪ কোটি। দলে তাঁর থেকে অনেক দামি প্লেয়ার রয়েছন। তাতেও ধোনিকে কেন্দ্র করেই দল সাফল্যের নকশা তৈরি করে। গত মরসুমে আইপিএলে খুব খারাপ পারফরম্যান্স ছিল চেন্নাইয়ের। আগামী মরসুমে দলকে আবার আলোয় ফেরাতে চান। ৫বার আইপিএলজয়ী চেন্নাইকে হয়তো আর একটা খেতাব দিয়ে অবসর নিতে চান ধোনি।