T20 World Cup 2024: হাতে আর ৫ ম্যাচ, রিঙ্কু-যশস্বী-ঋতুরাজদের ভবিষ্যৎ কী হবে?
ঘরের মাঠে বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয়েছিল শুভমন গিলকে। দক্ষিণ আফ্রিকা সফরে টিমের সঙ্গে গিয়েছেন তিনি। তিন ধরনের ফর্ম্যাটেই খেলবেন। ব্যাটিং লাইন-আপের কথা ভাবলে, ভারতে খানিকটা হলেও চাপে পড়ে যাবেন তরুণ ক্রিকেটাররা। যদি রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়ে যান। সে ক্ষেত্রে যশস্বী ও ঋতুরাজকে বসতে হবে।

ডারবান: ৬ মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। কারা খেলবেন ভারতীয় টিমে? এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে ক্রমশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে সেখানেই রয়েছে ভারতীয় টিম। কিন্তু ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ফলে হাতে আর দুটো ম্যাচ থাকবে সূর্যকুমার যাদবদের। তার পর ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের কুড়ি-বিশের সিরিজ। সেই নিরিখে জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর তরুণ ব্রিগেডকে দেখে নেওয়ার কোনও সুযোগই থাকছে না। রিঙ্কু সিং, যশস্বী জয়সাওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, জিতেশ শর্মাদের ভবিষ্যৎ কী হবে?
ঘরের মাঠে বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয়েছিল শুভমন গিলকে। দক্ষিণ আফ্রিকা সফরে টিমের সঙ্গে গিয়েছেন তিনি। তিন ধরনের ফর্ম্যাটেই খেলবেন। ব্যাটিং লাইন-আপের কথা ভাবলে, ভারতে খানিকটা হলেও চাপে পড়ে যাবেন তরুণ ক্রিকেটাররা। যদি রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়ে যান। সে ক্ষেত্রে যশস্বী ও ঋতুরাজকে বসতে হবে। পাঁচ ও ছয় নম্বরে সূর্য ও রিঙ্কুর টিমে থাকা অনেকটাই নিশ্চিত। প্রশ্ন হল, ভবিষ্যতের দিকে তাকিয়ে তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে টিমে সুযোগ দেওয়ার কথা ভেবেছিলেন নির্বাচকরা। টিম ম্যানেজমেন্টও সামনে তাকানোর পক্ষপাতী। কিন্তু হাতে থাকা পাঁচটা ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য ভারতীয় টিম যে গোছানো সম্ভব নয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় হাতে থাকা দুটো ম্যাচেও ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সুযোগ কি খুব বেশি থাকবে?
আর তাই ঘুরে ফিরে সেই আইপিএলই হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহড়ার মঞ্চ। এই আইপিএলে কে ভালো খেলছেন, কোন তারকা ফর্মে নেই, সে দিকে নজর থাকবে নির্বাচকদের। রোহিত শর্মা, বিরাট কোহলির ফর্ম যাচাই করে নেওয়ার পাশাপাশি যশস্বী, ঋতুরাজদের ছন্দও দেখতে চাইবেন নির্বাচকরা। ফিনিশার হিসেবে বেশ নাম করেছেন রিঙ্কু। তিনি আইপিএলে ভালো খেলতে পারলে ভারতীয় টিমে জায়গা করে নিতে পারবেন। কিন্তু জিতেশ শর্মার মতো নতুন মুখের কী হবে, তা বলা মুশকিল।
বোলিং বিভাগে অবশ্য জায়গা অনেকটাই খালি। লড়াইও জোরদার। জসপ্রীত বুমরা খেলবেন। রবীন্দ্র জাডেজাও ফিরবেন অলরাউন্ডার হিসেবে। হার্দিক পান্ডিয়া আইপিএলে যদি চোটমুক্ত থাকেন, তা হলে ভারতীয় টিমে ঢুকে পড়বেনই। দীপক চাহার বল হাতে কেমন পারফর্ম করেন, সে দিকে নজর থাকবে। কুলদীপ যাদব, রবি বিষ্ণোইকেও প্রতি ম্যাচে নিজেদের প্রমাণ করতে হবে। সব মিলিয়ে অঙ্ক বেশ জটিল। মোদ্দা কথা, ভারতীয় টিমে জায়গা করে নিতে হলে আইপিএলের দিকেই তাকাতে হবে।





