
মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ চলছে। টুর্নামেন্টের আয়োজক ভারত। যৌথভাবে আয়োজন করছে শ্রীলঙ্কা। পাকিস্তান সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। গুয়াহাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছিলেন হরমনপ্রীতরা। কলম্বোয় বিশ্বকাপ অভিযান শুরু করল পাকিস্তান। প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। রবিবার কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে বাংলাদেশের কাছে দুরমুশ পাকিস্তান। ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় বাংলাদেশের।
ভারতীয় ক্রিকেট দল কলম্বোয় পৌঁছে গিয়েছে। কাল, শুক্রবার সন্ধ্যায় অনুশীলনও সারবে ভারতীয় দল। রবিবারের মহারণ ঘিরে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে। টানা চার রবিবার ভারত-পাকিস্তান বাইশগজে মুখোমুখি। এশিয়া কাপে ভারতীয় পুরুষ দল খেলেছে। গ্রুপ এবং সুপার ফোর পর্বে পাকিস্তানকে একপেশে ম্যাচে হারিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। গত রবিবার এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবম ট্রফি। আসছে রবিবার হরমনপ্রীতদের পাক-বধের পালা। তার আগে পাকিস্তানকে যেন মেপে নেওয়ার সুযোগ হল স্মৃতি মান্ধানাদের।
কলম্বোয় টস জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। আর তাতেই বিপর্যয়। টস হারই শাপে বর বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান পেসার মারুফা আখতার। সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। রানের গতি বাড়ানো আর উইকেট বাঁচানো। দু-দিকে নজর দিতে গিয়ে বিপাকে পাকিস্তান। পেস-স্পিনের আক্রমণে বিপর্যস্ত। সেট হয়েও বড় স্কোর গড়তে ব্যর্থ পাকিস্তান ব্যাটাররা। ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানেই পাকিস্তানকে অলআউট করে বাংলাদেশ।
বোর্ডে ১৩০ রানের টার্গেট। ক্রিজে পড়ে থাকলে এই রান সহজেই পেরনো সম্ভব। সেটাই করে দেখালেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার ফারজানা হক ও তিনে নামা শরমিন আখতার দ্রুত ফিরলেও আর এক ওপেনার রুবিয়া হায়দার ও ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি মজবুত জুটি গড়ে। জ্যোতি ২৩ রানে ফেরেন। শোভানা মোস্তারিকে (১৯ বলে ২৪) সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রুবিয়া হায়দার। দুরন্ত হাফসেঞ্চুরি রুবিয়া হায়দারের।