ICC Women’s World Cup 2022: মিতালির বদলি কে হতে পারেন, শান্তা জানিয়ে দিলেন নাম

মেয়েদের বিশ্বকাপ থেকে ভারতের পর একটাই আলোচনা, কবে অবসর নেবেন মিতালি রাজ? কে হবেন ভারতের নতুন ক্যাপ্টেন? ভারতের প্রাক্তন ক্রিকেটার শান্তা রঙ্গাস্বামী জানিয়ে দিলেন তাঁর পছন্দের ক্যাপ্টেন কে হতে পারেন?

ICC Women's World Cup 2022: মিতালির বদলি কে হতে পারেন, শান্তা জানিয়ে দিলেন নাম
ICC Women's World Cup 2022: মিতালির বদলি কে হতে পারেন, শান্তা জানিয়ে দিলেন নামImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 12:50 PM

নয়াদিল্লি: মিতালি রাজের (Mithali Raj) পরবর্তী ক্যাপ্টেন কে হতে পারেন? আলোচনায় উঠে আসছে দুটো নাম। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও হরমনপ্রীত কৌর (Harmanpeet Kaur)। মেয়েদের বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে হারের ফলে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছেন ঝুলন গোস্বামীরা। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে এখেবারে শেষের দিকে দাঁড়িয়ে আছেন মিতালি। বলা হচ্ছে, বিশ্বকাপই ছিল তাঁর শেষ টুর্নামেন্ট। এ বার অসবর নিয়ে নেবেন তিনি। রবিবার ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আলোচনা চলছে, কে হতে পারেন ভারতের নতুন নেতা? অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং নেতৃত্ব দেওয়ার নিরিখে স্মৃতি ও হ্যারির মধ্যে কোনও একজনকে নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী কিন্তু জানিয়ে দিচ্ছেন তাঁর পছন্দ।

শান্তা একই সঙ্গে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্যও। তাঁর কথায়, ‘যদি চায়, মিতালি ওর খেলা চালিয়ে যেতেই পারে। কিন্তু এ বার ভারতীয় মহিলা টিমের নতুন নেতা বাছার সময় হয়েছে। আমার তো মনে হয়, স্মৃতিরই ক্যাপ্টেন হওয়া উচিত। হরমনপ্রীত যে ম্যাচ উইনার, সেটা ও প্রমাণ করেছে। টিমের তারকা প্লেয়ার। কিন্তু নেতৃত্ব একই সঙ্গে দায়িত্ববোধও। যে কোনও নেতাকে একই সঙ্গে ধারাবাহিকও হতে হবে। নেতৃত্বের বাড়তি দায়িত্বের কথা ভাবলে হরমনপ্রীত হয়তো স্মৃতির পিছনে থাকবে। আমার তো মনে হয়, ক্যাপ্টেন্সি হরমনপ্রীতের উপর বাড়তি বোঝা হয়ে যেতে পারে। সেটাই কিন্তু স্মৃতি চমৎকার সামলাতে পারবে। ওর মানসিকতা ক্যাপ্টেন্সির পক্ষে যায়।’

মেয়েদের বিশ্বকাপে গতবার ভারত ফাইনালে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। এ বারের বিশ্বকাপেও ভারত অন্যতম ফেভারিট ছিল। কিন্তু ধারাবাহিক ব্যাটিং বিপর্যয়ের কারণেই শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি। এই ব্যর্থতার দায় গিয়ে পড়ছে মিতালির উপর। ভারতীয় টিম ম্যানেজমেন্টও সামনে তাকাতে চাইছে। মিতালিও তা ভালোই বুঝতে পারছেন। তাই হয়তো দ্রুত অবসর নিয়ে নিতে পারেন।

শান্তা বলছেন, ‘গত বিশ্বকাপের ফাইনালে ওঠার কারণেই প্রত্যাশা বেশি ছিল। টিম যে খারাপ খেলছিল, তাও নয়। কিন্তু ইংল্যান্ড ম্যাচটা অল্পের জন্য হেরে গিয়েছিল। কপাল সঙ্গ দেয়নি। ইংল্যান্ডও কিন্তু ভারতের মতোই শুরুতে তেমন খেলতে পারছিল না। পরে ফিরে আসে। তবে ভারতের গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়া নিয়ে হতাশার কিছু নেই।’

শেষ ওভারে দীপ্তি শর্মা নো বল করেন। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। শান্তার কথায়, ‘নো বলটা ভারতের বিপক্ষে গেল। কপাল খারাপ থাকলে এমন হয়। তবে ভারতীয় টিম ধারাবাহিক ছিল না। গত বিশ্বকাপের দিকে তাকালে দেখা যাবে, স্মৃতি আর মিতালি কিন্তু ধারাবাহিক ভাবে চমৎকার খেলেছিল। এটাই টিমকে ফাইনালে নিয়ে গিয়েছিল।’

আরও পড়ুন: IPL 2022: নেইমারের মতো সেলিব্রেশন করে মাতিয়ে দিলেন শ্রীলঙ্কান স্পিনার