CWC 2023: প্রস্তুতি খতিয়ে দেখতে বিশ্বকাপের ভেনু পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল

Cricket World Cup: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি দল ইতিমধ্যেই বেঙ্গালুরু, চেন্নাই এবং তিরুবনন্তপুরমের ভেনু ঘুরে দেখেছে। গতকালই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শন করেছে তারা।

CWC 2023: প্রস্তুতি খতিয়ে দেখতে বিশ্বকাপের ভেনু পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 8:54 PM

হাতে আর মাত্র দু-মাসের মতো সময়। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। বিশ্বকাপের ভেনুগুলিতে জোরকদমে সংস্কারের কাজ চলছে। বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলি হবে মোট দশটি ভেনুতে। এ ছাড়াও বেশ কিছু ভেনুতে রয়েছে ওয়ার্ম আপ ম্যাচ। টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ এবং ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইসিসি প্রতিনিধি দল সেখানে পরিদর্শনে রয়েছে। তবে বেশ কিছু ভেনু ইতিমধ্যেই পরিদর্শন করেছে আইসিসি। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি দল ইতিমধ্যেই বেঙ্গালুরু, চেন্নাই এবং তিরুবনন্তপুরমের ভেনু ঘুরে দেখেছে। গতকালই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শন করেছে তারা। কর্নাটক ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘শুক্রবার আইসিসি প্রতিনিধি দল এখানে এসেছিল। এখানে সম্প্রতি দলীপ ট্রফির ম্যাচ আয়োজন করেছি। বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত আমরা। আইসিসি প্রতিনিধি দলও এখানকার ব্যবস্থাপনায় সন্তুষ্ট।’

বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এর মধ্যে রয়েছে ভারত-নেদারল্যান্ডস ম্যাচও। এ ছাড়াও পাকিস্তান-অস্ট্রেলিয়া এবং পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে। ভারতীয় দল চেন্নাই থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ৮ অক্টোবর চিদম্বরম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। চিপকের এই স্টেডিয়ামে পাকিস্তানের দুটি হাইভোল্টেজ ম্যাচও রয়েছে। তামিলনাডু ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টুর্নামেন্টের আগে রুটিন পরিদর্শনে এসেছিল আইসিসি প্রতিনিধি দল। আমাদের ভেনু দেখে খুশি। ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী দিনেও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’

তিরুবনন্তপুরমে মূলপর্বের কোনও ম্যাচ না হলেও রয়েছে ওয়ার্ম আপ ম্যাচ। কেরল ক্রিকেট সংস্থার এক কর্তা বলছেন, ‘সম্প্রতি এখানে আমরা ওডিআই এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজন করেছি। ফলে আমাদের কোনও সমস্যা নেই। আইসিসির তরফে কিছু পরামর্শ দিয়েছে, সেই দিকগুলো উন্নতির চেষ্টা করছি।’