AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL-PSL: বাবরের চেয়ে তিন গুণ আয় স্মৃতির! ঠিক কতটা পিছিয়ে পাকিস্তান অধিনায়ক?

Women's Premier League: রিপোর্ট বলছে, পিএসএলের (Pakistan Super League) একটি সংস্করণে বাবর আজমের মোট আয় ১.২৩ কোটি টাকা। যা উইমেন্স প্রিমিয়ার লিগের বেশ কিছু প্লেয়ারের অনেকটাই কম।

WPL-PSL: বাবরের চেয়ে তিন গুণ আয় স্মৃতির! ঠিক কতটা পিছিয়ে পাকিস্তান অধিনায়ক?
Image Credit: twitter
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 7:19 PM
Share

মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন সূর্যোদয়! শুধু তাই নয়। বিশ্ব ক্রিকেটেও। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের পর থেকেই সে কথা আরও সংগঠিত রূপ নিল। উইমেন্স প্রিমিয়ার লিগে রয়েছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল। এর মধ্যে প্রতিষ্ঠিত ক্রিকেটারারা যেমন সুযোগ পেয়েছেন, তেমনই দেশ বিদেশের বহু উঠতি প্রতিভাকেও বড় অঙ্কের বিনিময়ে দলে নিয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে ঝড় তুলেছেন ভারতীয় ক্রিকেটাররাই। ৩.৪০ কোটি টাকার বিপুল অর্থের বিনিময়ে স্মৃতি মান্ধানাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ ছাড়াও দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শেফালি ভার্মাদের মতো অনেকেই রয়েছেন যাঁরা উপার্জনের দিক থেকে পাকিস্তান সুপার লিগে খেলা ক্রিকেটারদের ছাপিয়ে গিয়েছেন। বিস্তারিত Tv9Bangla-য়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তাদের প্রাক্তন ক্রিকেটাররা নানা বিষয়ে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে যতই কথা বলুক, আর্থিক দিক থেকে তারা যে অনেক অনেক পিছিয়ে, এ বিষয়ে সন্দেহ নেই। রিপোর্ট বলছে, পিএসএলের (Pakistan Super League) একটি সংস্করণে বাবর আজমের মোট আয় ১.২৩ কোটি টাকা। যা উইমেন্স প্রিমিয়ার লিগের বেশ কিছু প্লেয়ারের অনেকটাই কম। এমনকী স্মৃতি মান্ধানার আয় প্রায় তিন গুন! পুরুষদের ক্রিকেটে বিশ্বের অন্য়তম সেরা ব্য়াটার তথা তিন ফরম্যাটেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (পিএসএল) চেয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে কারা বেশি আয় করবেন, দেখে নেওয়া যাক তালিকাটা…

  • ৩.৪০ কোটি টাকার বিপুল অর্থের বিনিময়ে স্মৃতি মান্ধানাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উইমেন্স প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ক্রিকেটার স্মৃতি। বাবর আজমের পিএসএল থেকে যা আয় (১.২৩ কোটি টাকা), তার চেয়ে প্রায় তিন গুণ।
  • দীপ্তি শর্মা। ভারতীয় দলের আর এক ভরসাযোগ্য অলরাউন্ডারকে ২.৬০ কোটি টাকায় সই করিয়েছে ইউপি ওয়ারিয়র্স। নিঃসন্দেহে তাঁর আয় বাবর আজমের পিএসএলের আয়ের চেয়ে অনেক বেশি।
  • মাত্র বাইশ বছরের ব্য়াটার জেমাইমা রডরিগেজ। ভারতীয় দলেই শুধু নয়, ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটেও অতি পরিচিত নাম। মেয়েদের ক্রিকেটে রকস্টার। তাঁকে উইমেন্স প্রিমিয়ার লিগে খেলতে যাবে দিল্লি ক্য়াপিটালসের হয়ে। নিলামে জেমাইমাকে ২.২ কোটি টাকায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। জাতীয় দলের বিধ্বংসী ওপেনার শেফালী বর্মাকেও একই দলে খেলতে দেখা যাবে। শেফালিকে ২ কোটি টাকায় নিয়েছে দিল্লি ফ্র্য়াঞ্চাইজি।
  • বাবরের চেয়ে আয়ের নিরিখে এগিয়ে রয়েছেন আরও অনেকেই। মুম্বই ইন্ডিয়ান্স ১.৯০ কোটি টাকায় নিয়েছে ভারতীয় অলরাউন্ডার পূজা বস্ত্রকারকে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। জেমাইমার পাশাপাশি বড় ভূমিকা নিয়েছিলেন রিচা ঘোষ। উইকেটকিপার-ব্য়াটার রিচাকে ১.৯০ কোটিতে দলে নিয়েছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর।
  • জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর উইমেন্স প্রিমিয়ার লিগে খেলবেন মুম্বই ফ্র্য়াঞ্চাইজির হয়ে। ১.৮০ কোটি টাকায় হরমনকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগেও হয়তো মুম্বইয়ের নেতৃত্বে দেখা যেতে পারে হরমনপ্রীতকে।
  • বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসে অনবদ্য পারফরম্য়ান্স করেছিলেন ভারতের পেসার রেনুকা সিং ঠাকুর। ধারাবাহিক ভাবে দেশের হয়ে ভালো খেলছেন। উইমেন্স প্রিমিয়ার লিগে ১.৫০ কোটি টাকায় তাঁকে নিয়েছে ব়য়্যাল চ্য়ালেঞ্জার্স।
  • জাতীয় দলের বাঁ হাতি ব্য়াটার যস্তিকা ভাটিয়াকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১.৫০ কোটিতে তাঁকে নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।
  • ভারতের আর এক অলরাউন্ডার দেবিকা বৈদ্য খেলবেন ইউপি ওয়ারিয়র্সের হয়ে। এর জন্য ইউপি ফ্র্যাঞ্চাইজির থেকে ১.৪০ কোটি টাকা পাবেন দেবিকা।