WPL Auction 2024: মহারাজের মগজাস্ত্রে বাজিমাত DC-র, নিলামের পর দলের অবস্থা কেমন?
WPL Auction 2024, DC: অ্যানাবেলের জন্য সবটুকু উজাড় করে দিতে রাজি ছিল দিল্লি। যে কারণে, নিলামের শুরুর দিকেই অ্যানাবেলকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ২০২৩ সালের ডব্লিউপিএলের ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে রানার্স হয়েছিল দিল্লি ক্যাপিটালস। তারা নিলামে ২.২৫ কোটি টাকা নিয়ে নেমেছিল। নিলাম শেষে দিল্লি ক্যাপিটালসের পার্সে পড়ে রয়েছে ৫ লক্ষ টাকা। নিলাম শেষে কেমন হল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দল?
মুম্বই: মহারাজ যখন রয়েছেন নিলাম টেবলে, কিছু চমক তো থাকারই কথা। হলও তাই। মুম্বইয়ে হওয়া ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে (WPL Auction 2024) বাজিমাত করল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের দিকে নজর ছিল উইমেন্স প্রিমিয়ার লিগের ৫ ফ্র্যাঞ্চাইজির। ২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স প্রবলভাবে অ্যানাবেলকে দলে নিতে চেয়েছিল। কিন্তু অ্যানাবেলের জন্য সবটুকু উজাড় করে দিতে রাজি ছিল দিল্লি। যে কারণে, নিলামের শুরুর দিকেই অ্যানাবেলকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ২০২৩ সালের ডব্লিউপিএলের ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে রানার্স হয়েছিল দিল্লি ক্যাপিটালস। তারা নিলামে ২.২৫ কোটি টাকা নিয়ে নেমেছিল। নিলাম শেষে দিল্লি ক্যাপিটালসের পার্সে পড়ে রয়েছে ৫ লক্ষ টাকা। নিলাম শেষে কেমন হল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে কতজন ক্রিকেটারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস?
ডব্লিউপিএল-২০২৪ নিলাম থেকে মোট ৩জন ক্রিকেটারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে ৩জন ভারতের ক্রিকেটার। ১জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে কোন কোন ক্রিকেটারদের নিয়েছে দিল্লি ক্যাপিটালস?
- অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়ান অলরাউন্ডার) – ২ কোটি টাকা
- অপর্না মন্ডল (ভারতীয় উইকেটকিপার) – ১০ লক্ষ টাকা
- অশ্বিনী কুমারি (ভারতীয় অলরাউন্ডার) – ১০ লক্ষ টাকা
নিলাম শেষে দিল্লি ক্যাপিটালসের পুরো স্কোয়াড – অ্যালিস ক্যাপসি, অরুন্ধুতী রেড্ডি, জেমাইমা রডরিগজ, জেস জোনাসেন, লরা হ্যারিস, মারিজান কাপ, মেগ ল্যানিং, মিন্নু মনি, পুনম যাদব, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পান্ডে, স্নেহা দীপ্তি, তানিয়া ভাটিয়া, তিতাস সাধু, অ্যানাবেল সাদারল্যান্ড, অপর্না মন্ডল ও অশ্বিনী কুমারি।
দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে এ বারের ডব্লিউপিএলের অন্যতম দামি প্লেয়ার অ্যানাবেল সাদারল্যান্ড যা বললেন, রইল ভিডিয়ো —
𝐀𝐧𝐧-d just like that, she’s now a part of our DC fam 💙
Welcome to the team, Annabel Sutherland 🤝#YehHaiNayiDilli #WPLAuction pic.twitter.com/tNJYqARDoY
— Delhi Capitals (@DelhiCapitals) December 9, 2023