Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2024: নিলামে আরও তিন, একডজন অলরাউন্ডার! ওয়াসিম জাফরের ভাইঝিকে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

WPL Auction, Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্স ১.২ কোটিতে নিলামে নিয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার শবনিম ইসমাইলকে। বাকি চার ভারতীয় ক্রিকেটার সাজানা, অমনদীপ কৌর, ফাতিমা জাফর, কীর্তনা বালাকৃষ্ণনকে নিয়েছে সব মিলিয়ে ৪৫ লক্ষ টাকায়। এর মধ্যে উল্লেখযোগ্য ফাতিমা জাফর। পদবি থেকেই হয়তো অনুমান করতে পেরেছেন! দেশের অন্যতম সফল ক্রিকেটার ওয়াসিম জাফরের ভাইঝি ফাতিমা। তবে কাকার মতো স্পেশালিস্ট ব্যাটার নন। ফাতিমা পেসার।

WPL 2024: নিলামে আরও তিন, একডজন অলরাউন্ডার! ওয়াসিম জাফরের ভাইঝিকে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 9:30 AM

মুম্বই: কোনও তাড়াহুড়ো নয়। বরং স্মার্ট প্লে মুম্বই ইন্ডিয়ান্সের। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এ বার লক্ষ্য খেতাব ধরে রাখা। নিলামেরে টেবলে মুম্বই টিম ম্যানেজমেন্ট মূলত জোর দিল অলরাউন্ডারের দিকে। প্রধান টার্গেট ছিল অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। যদিও তাঁকে ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। তাতে অবশ্য় বিশাল কোনও সমস্যায় পড়েনি মুম্বই ইন্ডিয়ান্স। মূলত গত বারের স্কোয়াডই ধরে রেখেছিল তারা। স্লট বাকি ছিল পাঁচটি। এর মধ্যে তিনজন অলরাউন্ডার ও দু-জন বোলার নিল মুম্বই ইন্ডিয়ান্স। কেমন হল তাদের সম্পূর্ণ স্কোয়াড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বারের বেশির ভাগ ক্রিকেটারকে রিটেন করায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের পার্সে ছিল মাত্র ২.১ কোটি। এই টাকায় সর্বাধিক পাঁচজনকে নেওয়া যেত। তবে এটা ঠিক, যে ভাবে সাদারল্য়ান্ডের জন্য ঝাঁপিয়েছিল মুম্বই, তাঁকে পেলে হয়তো পাঁচটি স্লট পূরণ করা যেত না। শেষ অবধি ২ কোটিতে সাদারল্যান্ডকে নেয় দিল্লি ক্যাপিটালস।

মুম্বই ইন্ডিয়ান্স ১.২ কোটিতে নিলামে নিয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার শবনিম ইসমাইলকে। বাকি চার ভারতীয় ক্রিকেটার সাজানা, অমনদীপ কৌর, ফাতিমা জাফর, কীর্তনা বালাকৃষ্ণনকে নিয়েছে সব মিলিয়ে ৪৫ লক্ষ টাকায়। এর মধ্যে উল্লেখযোগ্য ফাতিমা জাফর। পদবি থেকেই হয়তো অনুমান করতে পেরেছেন! দেশের অন্যতম সফল ক্রিকেটার ওয়াসিম জাফরের ভাইঝি ফাতিমা। তবে কাকার মতো স্পেশালিস্ট ব্যাটার নন। ফাতিমা পেসার। বাকি তিন ভারতীয় অলরাউন্ডার।

মুম্বই ইন্ডিয়ান্স ফুল স্কোয়াড-হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথিউস, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, অ্যামেলিয়া কের, ইসি ওং, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, সাইকা ইসাক, অমনজ্যোৎ কৌর, জিন্টিমনি কলিতা, হুমাইরা কাজি, প্রিয়াঙ্কা বালা, শবনিম ইসমাইল, সাজানা, অমনদীপ কৌর, কীর্তনা বালাকৃষ্ণণ, ফাতিমা জাফর।