WTC Final 2021: ফাইনাল হারলেও জীবন থমকে যাবে না, বলছেন বিরাট

WTC ফাইনালের এই ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও আর পাঁচটা অন্য ম্যাচের মতোই এই ম্যাচটাকে দেখছেন কোহলি।

WTC Final 2021: ফাইনাল হারলেও জীবন থমকে যাবে না, বলছেন বিরাট
WTC Final 2021: ফাইনাল হারলেও জীবন থমকে যাবে না, বলছেন বিরাট
Follow Us:
| Updated on: Jun 17, 2021 | 9:01 PM

সাউদাম্পটন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) নিয়ে উত্তেজনা রয়েছে চরমে। এমন পরিস্থিতিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ঠাণ্ডা মাথায় জানিয়ে দিলেন, নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামছি আমরা তা ঠিকই, তবে এই একটা টেস্ট ম্যাচ দিয়ে ভারতীয় দলকে কিন্তু যাচাই করা যাবে না। এই ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও আর পাঁচটা অন্য ম্যাচের মতোই এই ম্যাচটাকে দেখছেন কোহলি।

WTC ফাইনালের আগে ভার্চুয়াল প্রেস মিটে বিরাট বলেছেন, “পাঁচ দিনের একটা ম্যাচ। আমার মনে হয় এটা কোনও কিছু প্রতিফলিত করতে পারে না। যারা ক্রিকেটটা বোঝেন, তারা ভালো করেই জানেন গত চার পাঁচ বছরে কী কী পরিবর্তন হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা যদি চ্যাম্পিয়ন হই তা হলেও ক্রিকেট থামবে না এবং আমরা যদি হেরে যাই তা হলেও ক্রিকেট থামবে না। আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঠে নামি এবং আমরা ভালোভাবেই জানি দল হিসেবে আমরা কারা।”

ইংল্যান্ডের পরিবেশ কতটা চাপে ফেলতে পারে ভারতীয় দলকে, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেন, “আমরা এমন একটা দল যাদের পর্যাপ্ত ব্যাটিং গভীরতা রয়েছে পাশাপাশি বোলিংয়েও সমৃদ্ধ আমরা।” WTC ফাইনালকে কিন্তু কোহলি নিজের কেরিয়ারের সব থেকে বড় ইভেন্ট বলে মনে করছেন না। তাঁর কথায়, “এটা অন্যান্য টেস্টের মতোই। এই সবকিছু (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগছে। তবে একটি ম্যাচ ডু অর ডাই ম্যাচ হতে পারে না। এটা একটা দারুণ মুহূর্ত, তবে জীবন যেমন এগিয়ে চলছে ক্রিকেটও এগিয়ে চলবে।”

কোহলি আরও যোগ করেন, “এই ইভেন্টটা উপভোগ করা দরকার। আমাদের নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস রাখতে হবে এবং সব বিষয় সহজভাবে সামলাতে হবে। মাথায় রাখতে হবে, এটা ব্যাট এবং বলের মধ্যে একটা প্রতিযোগিতা।”

আরও পড়ুন: WTC Final 2021: টিমের ভারসাম্যই সেরাটা মেলে ধরবে, বিশ্বাস সৌরভের