কলকাতা: সুযোগ পেলে পারফর্ম করো, না হলে জাতীয় দলে খেলার স্বপ্ন ছাড়ো। এটাই যেন এখন দস্তুর হয়ে গিয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটারের জন্য। প্রতিযোগিতার বাজারে পারফরম্যান্স, ধারাবাহিকতাই আসল কথা। ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) নিজেকে আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য তৈরি করছেন। এখন দলীপে ব্যস্ত যশস্বী। ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাওয়ার জন্য খুব খুশি যশস্বী। এই সুযোগ পেয়ে তিনি আর কী বললেন?
ইন্ডিয়া-এ দলের বিরুদ্ধে ইন্ডিয়া-বি টিমের হয়ে ওপেন করতে নেমে যশস্বী ৫৯ বলে ৩০ রান করেন। শুভমন গিলের দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেই অর্থে যশস্বী দাগ কাটতে পারেননি। কিন্তু তাঁর হাতে এখনও দ্বিতীয় ইনিংস রয়েছে। সেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন বাঁ হাতি ব্যাটার। তার আগে জিও সিনেমাকে দেশের ওপেনার যশস্বী জয়সওয়াল বলেন, ‘আমরা যখন দলীপ বা রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাই দারুণ লাগে। আমাদের কাছে এই সুযোগটা সত্যিই খুব বড়। আমি যখনই ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাই, নিজের খেলা উপভোগ করার চেষ্টা করি। নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করি।’
এখনও অবধি ভারতের হয়ে ৯টি টেস্টে খেলেছেন যশস্বী জয়সওয়াল। তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র বেশ ধারাবাহিক। এই মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সেখানে খেলার স্বপ্ন দেখছেন যশস্বী। আগামী কয়েকটা মাসে ভারত পরপর বাংলাদেশের বিরুদ্ধে ২টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচ খেলবে। তার আগে যশস্বী বলছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচগুলো জেতার জন্য নিজের সেরাটা তুলে ধরতে হবে। ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়াটাই অসাধারণ। আর দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারি বলে, নিজেকে সর্বদা উদ্বুদ্ধ করি।’
অতিরিক্ত ভাবনা থেকে যশস্বী নিজেকে দূরে সরিয়ে রাখেন। আর টেস্ট খেলা দারুণ পছন্দ করেন। এই প্রসঙ্গে ভারতের তরুণ ওপেনার বলেন, ‘নিজের ছন্দ ধরে রাখার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। যাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তার চেষ্টাও করে চলেছি। অনুশীলনের সময় যতটা ধারাবাহিক থাকতে পারব, ফলাফল ততটাই ভালো পাব। আমি অতিরিক্ত চিন্তা করি না। আমি নিজেকে তৈরি করি। বরাবর উন্নত প্লেয়ার প্রমাণ করার চেষ্টা করি। টেস্টে খেলার জন্য মুখিয়ে রয়েছি। টেস্ট ম্যাচ খেলতে দারুণ লাগে।’