Yuzvendra Chahal: ‘কিং একজনই…’, কার কথা বললেন যুজবেন্দ্র চাহাল?

Yuzvendra Chahal on Virat Kohli: আইপিএলে (IPL) আরসিবির (RCB) হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বিরাট কোহলি এবং যুজবেন্দ্র চাহাল। জাতীয় দলেও তাঁরা একাধিক ম্যাচে একসঙ্গে খেলেছেন।

Yuzvendra Chahal: 'কিং একজনই...', কার কথা বললেন যুজবেন্দ্র চাহাল?
Yuzvendra Chahal: 'কিং একজনই...', কার কথা বললেন যুজবেন্দ্র চাহাল?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 8:00 AM

বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটের কিং কে? এক কথায় ক্রিকেট প্রেমীরা বলে দেবেন, ‘কে আবার! বিরাট কোহলি’। ‘কিং কোহলি’ নামেই পরিচিত টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। দেশ-বিদেশের একাধিক ক্রিকেটার বিরাট কোহলিকে ‘কিং কোহলি’ নামে ডেকে থাকেন। সম্প্রতি ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) প্রশ্ন করা হয়েছিল, বোলারদের কেন কিং বলা হয় না? উত্তরে যুজি বলেন, ‘কিং একজনই…’ কার কথা বললেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বর্তমানে এনসিএতে অনুশীলন করছেন যুজবেন্দ্র চাহাল। বেঙ্গালুরুতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজের প্রস্তুতি নিচ্ছেন যুজি এবং অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা। সেখান থেকেই ক্রিকেট বাসু ইউটিউব চ্যানেলকে এক সাক্ষাৎকার দিয়েছেন যুজি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় বোলারদের কিং বলা হয় না কেন? উত্তরে চাহাল বলেন, ‘কিং একজনই। কিং কোহলি। বিরাট ভাইয়ার সঙ্গেই এটা মানায়।’

অনেকেই মনে করেন এনসিএতে ক্রিকেটার গিয়েছেন, মানে তিনি চোট সারাতে গিয়েছেন। রিহ্যাব পর্বে রয়েছেন। আসলে কী তেমনটাই হয়? এই প্রশ্নের উত্তরে যুজি বলেন, ‘না না এমন কোনও ব্যাপার নেই। এনসিএতে বিশেষ অনুশীলন করার সুযোগ থাকে। জিম থেকে শুরু করে স্পেশাল ট্রেনিং সবই করা যায়। তাই আমরা এনসিএতে কোনও সফরের আগে বিশেষ অনুশীলন করতে আসি। এখন আমরা এনসিএতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রস্তুতি নিচ্ছি।’

মাঠের আয়তন কীভাবে তাঁর বোলিংয়ে প্রভাব ফেলে? চিন্নাস্বামীতে বোলিংয়ের সময় তাঁর কী পরিকল্পনা থাকে? এই প্রশ্নের উত্তরে চাহাল বলেন, ‘মাঠের আয়তন কেমন, সেটা মাথায় রেখে বল করি না। দলের কেমন বোলিং প্রয়োজন সেটাই মাথায় রাখি। জানি চিন্নাস্বামীতে বল করা কঠিন। কিন্তু সেটা মাথায় রাখি না। আমি জানি ওখানে রান আসে। বিরাট ভাই আমাকে সব সময় বলত ৪ ওভারে ৪০ রান দিলেও তুমি যদি ৩ উইকেট পাও তা হলেই কাজ হয়ে যাবে। তাই মাথায় থাকে রান যাচ্ছে যাক কয়েকটা উইকেট তুলে নিই।’

লেগ স্পিন করা একদিনে রপ্ত করেননি চাহাল। এই নিয়ে তিনি বলেন, ‘আমি লেগ স্পিন করছি কম করে ২৩-২৫ বছর। আমি একদিন অনুশীলন করে এমন বল করতে পারি তেমন নয়। পরিশ্রম করে ওটা রপ্ত করেছি। বৈচিত্র রাখার চেষ্টা করি। কেমন ব্যাটার থাকে, লম্বা না কম উচ্চতার, তাঁরা ব্যাকফুটে খেলছে কিনা সেই অনুযায়ী বোলিংয়ের পরিকল্পনা করি। ভালো ব্যাটারদের আউট করার জন্য অবশ্যই পরিকল্পনা করতে হয়।’