Yuzvendra Chahal, IND vs NZ: ধনশ্রী অতীত! দুবাইয়ের গ্যালারিতে যুজবেন্দ্র চাহালের ক্লোজ আপে কে এই মিস্ট্রি গার্ল?

IND vs NZ, Champions Trophy 2025 Final: মরুশহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করে ২৫১ রান তুলেছে কিউয়িরা। ওই ম্যাচ দেখতে দুবাইতে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল।

Yuzvendra Chahal, IND vs NZ: ধনশ্রী অতীত! দুবাইয়ের গ্যালারিতে যুজবেন্দ্র চাহালের ক্লোজ আপে কে এই মিস্ট্রি গার্ল?
Yuzvendra Chahal, IND vs NZ: ধনশ্রী অতীত! দুবাইয়ের গ্যালারিতে যুজবেন্দ্র চাহালের ক্লোজ আপে কে এই মিস্ট্রি গার্ল?Image Credit source: X

Mar 09, 2025 | 7:13 PM

দুবাই: টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) ভারতীয় শিবিরে আনার জন্য কিউয়িদের বিরুদ্ধে লড়াই করছে। মরুশহরে চলছে হাড্ডাহাড্ডি ফাইনাল (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি)। সেখানে গ্যালারিতে দেখা গিয়েছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। অনেকেই এই ফাইনাল ম্যাচ দেখতে ভিড় করেছেন দুবাইতে। তা হলে আলাদা করে চাহালকে নিয়ে আলোচনা কেন? কারণ, তাঁর পাশে গ্যালারিতে দেখা গিয়েছে এক সুন্দরীকে। নেটদুনিয়ায় এরপর খোঁজ পড়েছে ওই সুন্দরীকে নিয়ে। জানেন কে সেই সুন্দরী?

এ বছরের শুরু থেকেই একদিকে চলছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিচ্ছেদের গুঞ্জন। যদিও তাঁরা এই খবরে সিলমোহর দেননি। এরই মধ্যে চাহাল মাঝে মাঝে ইন্সটাগ্রামে ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করতে থাকেন। সেই থেকে অনেকেই দুইয়ে দুইয়ে চার করেন। অনেকেই বলতে শুরু করেন, চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের ঘোষণা হল বলে। এরপর তাঁদের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, বেশ কয়েক মাস তাঁরা আলাদা থাকছেন। তাঁদের ডিভোর্সের খবর অফিসিয়ালি ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা।

এরই মাঝে দুবাইতে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে চাহালের পাশে এক সুন্দরীকে বসে ম্যাচ দেখতে দেখা গিয়েছে। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ক্যামেরাকে পরোয়া নেই, গ্যালারিতে পাশাপাশি চাহাল ও তাঁর মিস্ট্রি গার্ল, কে সেই সুন্দরী? নেটিজ়েনরা যেভাবে ওই সুন্দরীর খোঁজ চালাচ্ছেন, তাতে জানা গিয়েছে চাহালের পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখছেন যে মহিলা, তিনি হলেন মেহবেশ। পেশায় রেডিও জকি। এবং ইউটিউবারও। প্রসঙ্গত, ধনশ্রীও ছিলেন পেশায় ইউটিউবার, ডেন্টিস্ট।