AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতের বয়স্ক ও কনিষ্ঠ অ্যালথিট কারা জানেন?

Paris 2024: আর কয়েক দিন পর শুরু হতে চলা প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের ১১৭জন অ্যাথলিট অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪৭জন মহিলা এবং ৭০জন পুরুষ অ্যাথলিট। জানেন, প্যারিসে ভারতের সবচেয়ে বয়স্ক ও কনিষ্ঠ অ্যাথলিট কারা?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতের বয়স্ক ও কনিষ্ঠ অ্যালথিট কারা জানেন?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতের বয়স্ক ও কনিষ্ঠ অ্যালথিট কারা জানেন?Image Credit: X
| Updated on: Jul 22, 2024 | 7:00 AM
Share

কলকাতা: একজন কিংবদন্তি। অপর জন তাঁর সামনে পুঁচকে। না কোনও তুলনা নয়। প্যারিস অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ ও বয়স্ক অ্যাথলিটদের বিষয়ে জানাব। আর কয়েক দিন পর শুরু হতে চলা প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের ১১৭জন অ্যাথলিট অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪৭জন মহিলা এবং ৭০জন পুরুষ অ্যাথলিট। জানেন, প্যারিসে ভারতের সবচেয়ে বয়স্ক ও কনিষ্ঠ অ্যাথলিট কারা? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রথমে পরিচয় দিই প্যারিস অলিম্পিকে পারফর্ম করবেন ভারতের কোন কনিষ্ঠ অ্যাথলিট। তিনি ১৪ বছরের সাঁতারু ধিনিদি দেশিংহু। প্যারিসে সবচেয়ে কনিষ্ঠ ভারতীয় অ্যাথলিট হিসেবে বেঙ্গালুরুর মেয়ে আর কয়েকদিন পর ইতিহাস গড়বেন। Olympic Games Tripartite Commission এর ইউনিভার্সিটি কোটা থেকে প্যারিসে খেলার টিকিট পেয়েছেন ধিনিদি দেশিংহু। তিনি প্যারিসে ২০০ মহিলাদের সাঁতারে ২০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে নামবেন। প্যারিস অলিম্পিকে ধিনিদির পাশাপাশি সাঁতারে অ্যাকশনে দেখা যাবে শ্রীহরি নটরাজকে।

আর প্যারিস অলিম্পিকে পারফর্ম করতে চলা সবচেয়ে বয়স্ক অ্যাথলিট কে? ৪৪ বছর বয়সী ভারতীয় কিংবদন্তি টেনিস তারকা রোহন বোপান্না। এই নিয়ে তৃতীয় বার অলিম্পিকে নামতে চলেছেন বোপান্না। প্রথম বার তিনি মহেশ ভূপতির সঙ্গে ২০১২ সালের অলিম্পিকে নেমেছিলেন। সে বার তাঁরা পুরুষদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। এরপর রোহন বোপান্না ও লিয়েন্ডার পেজ ২০১৬ সালের অলিম্পিকে পারফর্ম করেন। সে বার তাঁরা পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান। মিক্সড ডাবলসে সানিয়ার সঙ্গে জুটিতে পদকের কাছে পৌঁছে গিয়েছিলেন বোপান্না। কিন্তু শেষ অবধি চেক রিপাবলিকের টেনিস জুটির কাছে স্ট্রেট সেটে হেরে যান। এ বার দেখার প্যারিস থেকে রোহন দেশকে পদক এনে দিতে পারেন কিনা।