লাল-হলুদের নতুন কমিটিতে কর্পোরেট ছোঁয়া
কর্পোরেট জগতের বেশ কিছু পরিচিত নাম এবার লাল-হলুদের কমিটিতে।
কলকাতা: পরিচিত মুখেদের অব্যহতি দিয়ে সামনে তাকাচ্ছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের সদ্য মনোনীত কমিটিতে নতুন মুখের ছয়লাপ। বিরোধিতা ছিল না, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ইস্টবেঙ্গলের শাসক গোষ্ঠী। কর্পোরেট জগতের বেশ কিছু পরিচিত নাম এবার লাল-হলুদের কমিটিতে। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘ক্লাবকে সবসময় ভবিষ্যতের দিকে তাকাতে হয়। যারা কমিটিতে এল, তারা সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারবে, আমার বিশ্বাস।’
আরও পড়ুন: আইপিএলে পুণর্জন্ম হতে পারে শ্রীসন্থের
আলোচনা ছিল, সচিব পদে কল্যাণ মজুমদার থাকবেন কিনা? দীর্ঘদিন ধরে অসুস্থ। আজকাল ক্লাবে খুব একটা আসতেও পারেন না। তাই তিনি ‘ছুটি’ চেয়েছিলেন সচিব পদ থেকে। তা অবশ্য হল না। কল্যাণই থাকলেন সচিব হিসেবে। দীর্ঘদিন ইস্টবেঙ্গলের সহসচিব পদে ছিলেন শান্তিরঞ্জন দাশগুপ্ত। তাঁর বদলে ওই পদে এলেন রূপক সাহা। ফুটবল সচিব রজত গুহর পরিবর্তে দায়িত্ব পেলেন সৈকত গঙ্গোপাধ্যায়। সদানন্দ মুখোপাধ্যায়ের বদলে নতুন ক্রিকেট সচিব মানস কুমার রায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল, মাঠ সচিবের পদ থেকে সরিয়ে দীপঙ্কর চক্রবর্তীকে নিয়ে আসা হল কার্যকরী কমিটিতে। তাঁর বদলে দায়িত্ব পেলেন সরোজ ভট্টাচার্য।
আরও পড়ুন: কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সাইনা, বলছেন বিমল
দেবব্রত সরকার বলেন, ‘শান্তিদা, রাজারা পদে থাকতে চাইছিল না। ওরা ক্লাবের সঙ্গে এমন ভাবে জড়িত, পদে থাকুক না থাকুক নিজেদের দায়িত্ব ঠিক পালন করবেই। আর কল্যাণদা, ওঁর বিকল্প আজও খুঁজে পাইনি।’ কার্যকরী কমিটিতেও প্রচুর নতুন মুখ। রাজীব গুহ, গৌতম দাসদের মতো আরও অনেকে এলেন কমিটিতে।