EURO 2020: শেষ প্রহরীর টক্কর
দুই অভিজ্ঞ গোলরক্ষকের ঝুলিতেই অজস্র সাফল্যের মণিমুক্ত। কেরিয়ারের প্রান্তে দাঁড়িয়ে আছেন দুজনেই। তবু চর্চায় ন্যুয়ার আর লরিস। রিফ্লেক্স আজও আগের মতোই। তিন কাঠির তলায় এই দু'জনের ফর্মের উপরে নির্ভর করবে ম্যাচ ভাগ্য।
মিউনিখ: দুই দলের দুই শেষ প্রহরী। দুজনেই বিশ্ব চ্যাম্পিয়ন। দুই গোলরক্ষকই বর্তমান জাতীয় দলের অধিনায়ক। বয়স দুজনেরই বেড়েছে। তবু এখনও দুই দলের লাস্ট লাইন ডিফেন্সে এঁদের উপরেই ভরসা করতে হয় দুই বিশ্বজয়ী কোচকে। ম্যানুয়েল ন্যুয়ের (Manuel Neuer) আর হুগো লরিস (Hugo Lloris)। একজন খেলেন জার্মানিতে (Germany)। অপরজন ফ্রান্সে (France)। দুই অভিজ্ঞ গোলরক্ষকের ঝুলিতেই অজস্র সাফল্যের মণিমুক্ত। কেরিয়ারের প্রান্তে দাঁড়িয়ে আছেন দুজনেই। তবু চর্চায় ন্যুয়ার আর লরিস। রিফ্লেক্স আজও আগের মতোই। তিন কাঠির তলায় এই দু’জনের ফর্মের উপরে নির্ভর করবে ম্যাচ ভাগ্য।
ম্যানুয়েল ন্যুয়ার (জার্মানি) বয়স: ৩৫ বছর যোগ্যতা পর্বে: ৭ ম্যাচ গোল হজম: ৬ অপ্রতিরোধ্য: ৫
শক্তি ওয়ান টু ওয়ান সিচ্যুয়েশনে দুর্দান্ত বল ক্লিয়ারেন্স ক্ষমতা শট আটকাতে পটু পেনাল্টি আটকাতে দক্ষ
দুর্বলতা বয়সের কারণে সামান্য শ্লথগতি
হুগো লরিস (ফ্রান্স) বয়স: ৩৪ বছর যোগ্যতা পর্বে: ৬ ম্যাচ গোল হজম: ৪ অপ্রতিরোধ্য: ৩
শক্তি দূরপাল্লার শট বাঁচাতে দক্ষ
দুর্বলতা বড় ভুলের প্রবণতা
ন্যুয়ার বনাম ফ্রান্স ম্যাচ: ৫ গোল হজম: ৪
লরিস বনাম জার্মানি ম্যাচ: ৬ গোল হজম: ৫
জার্মানি বনাম ফ্রান্স, শত্রুতার বহু পুরনো গল্প। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই। সময় পাল্টেছে কিন্তু মাঠে যখন মুখোমুখি নামে তেতে ওঠেন ফুটবলাররা। ইউরোও ব্যতিক্রম হবে না। ব্যতিক্রম হবেন না ম্যানুয়েল ন্যুয়ার এবং হুগো লরিস।