AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: ম্যান ইউ জার্সিতে রোনাল্ডোর সেরা ৫ মুহূর্ত

একবার ফিরে দেখা যাক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সিআর সেভেনের সেরা পাঁচটি পারফরম্যান্স।

Cristiano Ronaldo: ম্যান ইউ জার্সিতে রোনাল্ডোর সেরা ৫ মুহূর্ত
Cristiano Ronaldo: ম্যান ইউ জার্সিতে রোনাল্ডোর সেরা ৫ মুহূর্ত (সৌজন্যে-টুইটার)
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 11:34 AM
Share

ম্যাঞ্চেস্টার: এক যুগ বাদে আবারও পুরনো ক্লাবে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) অফার পাওয়ার পর আর কোনও চিন্তা ভাবনা করেননি তিনি। জুভেন্তাস (Juventus) ছেড়ে রেড ডেভিলসে সই করার সিদ্ধান্ত নেন সিআর সেভেন (CR 7)। ম্যান ইউয়ের সঙ্গে অনেক সুখকর স্মৃতি জড়িয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)।

একবার ফিরে দেখা যাক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সিআর সেভেনের সেরা পাঁচটি পারফরম্যান্স।

১. স্পোর্টিং লিসবন (Spoting Lisbon) ছেড়ে সদ্য ম্যান ইউতে সই করেছেন রোনাল্ডো। রেড ডেভিলসদের কোচ অ্যালেক্স ফার্গুসন (Alex Ferguson)। ১২ মিলিয়ন পাউন্ডে পর্তুগিজ ফুটবলারকে দলে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বল্টনের বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামেন রোনাল্ডো। অভিষেক ম্যাচেই গোল করেন তিনি। সেই ম্যাচে রায়ান গিগসের (Ryan Giggs) জোড়া গোল, পল স্কোলস (Paul Scholes) এবং নিস্তেলরুইয়ের (Ruud Van Nistelrooy) গোল ঢাকা পড়ে যায়। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

২. বিশ্বকাপের জন্য ম্যান ইউ তারকা ওয়েন রুনি (Wayne Rooney) জাতীয় শিবিরে। ম্যান ইউ জার্সিতে সে বার প্রমাণ করার চ্যালেঞ্জ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সামনে। লাল জার্সিতে গোটা মরসুম ফুল ফোটালেন পর্তুগিজ সুপারস্টার। বর্ষসেরা ফুটবলার হলেন। শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটির বিরুদ্ধে জয়সূচক গোল করে ক্লাবকে ২০০৭ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করালেন।

৩. ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে এএস রোমার (AS Roma) বিরুদ্ধে স্বপ্নের পারফরম্যান্স রোনাল্ডোর। ম্যান ইউ জিতল ৭-১ গোলে। জোড়া গোল করলেন সিআর সেভেন। ম্যান ইউয়ের জয়ের থেকেও রোনাল্ডোর পারফরম্যান্স নিয়ে আলোড়ন পড়ল ম্যাঞ্চেস্টারে।

৪. মস্কোয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মুহূর্ত। পল স্কোলসের (Paul Scholes) ক্রস থেকে গোল করে ফাইনালে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। যদিও ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন। পেনাল্টি মিস করার পর হতাশায় ভেঙে পড়েন। কিন্তু চেলসির নিকোলাস আনেলকার পেনাল্টি বাঁচিয়ে দেন ম্যান ইউ গোলকিপার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান ক্রিশ্চিয়াননো রোনাল্ডো।

৫. ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে ব্যালন ডি’ওর (Ballon D’Or) জেতার নজির গড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জ বেস্টের (George Best) পর ৪০ বছর বাদে কোনও ম্যান ইউ তারকার মাথায় উঠল ইউরোপ সেরা ফুটবলারের শিরোপা। শেষ বছরটা যদিও ভালো হয়নি। গোঁড়ালির চোটও তাঁকে ভুগিয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পোর্তোর (FC Porto) বিরুদ্ধে ৩৫ মিটার দূর থেকে জোরালো শটে গোল করেন। আর সেই গোলেই পুসকাস সম্মান পান রোনাল্ডো। সিআর সেভেন নিজেও স্বীকার করেন, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা গোল।

আবারও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আবারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবারও লাল জার্সি। প্রত্যাশা আর স্বপ্ন একই সঙ্গে বিরাজ করছে রেড ডেভিলসদের। দীর্ঘ কয়েক বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্যাবিনেটে ট্রফি নেই। প্রিমিার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ- সর্বত্রই ব্যর্থতা। কেরিয়ারের শেষ প্রান্তে এসে ফের ম্যান ইউকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ সিআর সেভেনের সামনে।

আরও পড়ুন: Cristiano Ronaldo: সিআর সেভেন এবার কি সিআর টোয়েন্টি-এইট?