Cristiano Ronaldo: সিআর সেভেন এবার কি সিআর টোয়েন্টি-এইট?

বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৭ নম্বর জার্সি পরেন উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। সাত নম্বর জার্সি তাঁর থেকে কেড়ে নেওয়ার পরিকল্পনা নেই। তাই মেসির মতো সিআর সেভেন নামটা বদল হতে চলেছে।

Cristiano Ronaldo: সিআর সেভেন এবার কি সিআর টোয়েন্টি-এইট?
সাত নম্বর জার্সিতে দেখা যাবে না রোনাল্ডোকে (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2021 | 4:44 PM

ম্যাঞ্চেস্টার: এত কিছু বদল যে হতে চলেছে, তা মাসখানেক আগেও টের পাওয়া যায়নি। সাম্প্রতিক অতীতে এ বারের মতো দলবদলের উন্মাদনাও চোখে পড়েনি। মুহূর্তে মুহূর্তে বদলে গেছে ছবি। বদলে গেছে জার্সির রং। লিওনেল মেসির পর সেই তালিকাতেই নতুন সংযোজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ফিরে আসা। যে ক্লাবে শুরু করেছিলেন কেরিয়ার। যে ক্লাবে ১২ বছর আগে তৈরি করেছিলেন নিজের সাম্রাজ্য।

আবেগে, উন্মাদনায় ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়েছে রেড ডেভিলসরা। এখন একটাই প্রশ্ন সবার মনে, কত নম্বর জার্সিতে ওল্ড ট্র্যাফোর্ডে দেখা যাবে রোনাল্ডোকে? বার্সেলোনা ছেড়ে মেসির পিএসজি যাত্রায় বদলে গেছে এলএম টেন নামটা। এবার কি তাহলে সিআর সেভেন নামটাও বদলে যেতে চলেছে?

বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৭ নম্বর জার্সি পরেন উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। সাত নম্বর জার্সি তাঁর থেকে কেড়ে নেওয়ার পরিকল্পনা নেই। তাই মেসির মতো সিআর সেভেন নামটা বদল হতে চলেছে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এখনও ফাঁকা আছে অনেকগুলো জার্সি নামার। ১২, ১৫, ২৪, ২৮, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৪০। রোনাল্ডো কোন জার্সি নম্বরটা বেছে নেবেন? একটা অংশ বলছে— ২৮। আর একটা অংশের ইচ্ছে— ৩০।

২০০২/০৩ মরসুমে স্পোর্টিং লিসবনে ২৮ নম্বর জার্সি পরে খেলতেন রোনাল্ডো। তাই অতীতে ফিরে যাওয়ার আর একটা সুযোগ আছে তাঁর কাছে। অনেকে চাইছেন জার্সি নম্বর ৩০। কারণটা খুব স্বাভাবিক। পিএসজিতে মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলবেন, রোনাল্ডোও একই নম্বরের জার্সি পরে খেললে উন্মাদনা অন্য একটা জায়গায় পৌঁছতে পারে।

রোনাল্ডোর ম্যাঞ্চেস্টারে ফেরা নিয়ে উন্মাদনা যদিও তুঙ্গে। তথ্য বলছে, আট শতাংশ বেড়েছে রেড ডেভিলসদের শেয়ার ভ্যালু। সোশ্যাল মিডিয়ায় প্রতি সেকেন্ডেই বেড়ে চলেছে ফলোয়ার সংখ্যা। মেসি বার্সা ছেড়েছেন, রোনাল্ডো জুভে। যে কারণে বলা হচ্ছে, লা লিগা আর সিরি আ-র সব আলো এ বার কেড়ে নিতে চলেছে ইংলিশ ও ফরাসি লিগ দুটো।

ফুটবল এমনই হয়! তারকার সঙ্গে সংসার তার। তাই যেখানে যান, মেসি-রোনাল্ডোদের সঙ্গে যায় ফুটবল গ্ল্যামার!

আরও পড়ুন: Cristiano Ronaldo: ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন রোনাল্ডো