ISL, Kolkata Derby: টিফো-ব্যানারে নিষেধাজ্ঞা! হাইকোর্টের রায়কে বুড়ো আঙুল পুলিশের!
Mohun Bagan vs East Bengal: আজ, ফের এক ডার্বির দিন। টিফো, ব্যানার নিয়ে যে কড়াকড়ি হবে তা সকলেই একপ্রকার জানত। হচ্ছেও সেটাই। প্রতিবাদের টিফো, ব্যানার নিয়ে মাঠে প্রবেশে বাধা দিচ্ছে বিধাননগর পুলিশ। এমনই অভিযোগ মোহনবাগানের একটি ফ্যান ক্লাবের।
কলকাতা: সরগরম হতে চলেছে শনিবারের ডার্বি। ৩ পয়েন্টের লক্ষ্য নিয়ে ঝাঁপাবে ইস্ট-মোহন। গ্যালারিতে হাজির থাকবেন, গলা ফাটাবেন দুই প্রিয় ক্লাবের সমর্থকরা। আজকের কলকাতা ডার্বিতে (Kolkata Derby) গ্যালারি থেকে ঝড় তোলার পরিকল্পনা করেছেন দুই প্রধানের সমর্থকরা। তিলোত্তমার পাশে ময়দান বরাবরই থেকেছে। এর আগে ১৮ অগস্ট ডুরান্ড ডার্বি বাতিল হওয়ায় প্রতিবাদের ঝড় তুলেছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকরা। বাদ যাননি মহমেডান সাপোর্টাররাও। দুই প্রধানের সমর্থকদের উপর লাঠি চালায় পুলিশ। সেই সময় ফুঁসেছিল ময়দান। পুলিশ ও প্রশাসনের ভূমিকায় নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। আজ, ফের এক ডার্বির দিন। টিফো, ব্যানার নিয়ে যে কড়াকড়ি হবে তা সকলেই একপ্রকার জানত। হচ্ছেও সেটাই। প্রতিবাদের টিফো, ব্যানার নিয়ে মাঠে প্রবেশে বাধা দিচ্ছে বিধাননগর পুলিশ। এমনই অভিযোগ মোহনবাগানের একটি ফ্যান ক্লাবের।
২৭ অগস্ট হাইকোর্ট অর্ডার দিয়েছিল সব রকম টিফো, ব্যানার নিয়ে মাঠে ঢোকা যাবে। আইনজীবী ময়ুখ বিশ্বাস এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি মামলা করেছিলেন, যাতে সমর্থকরা টিফো, ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করতে পারেন। হাইকোর্ট পক্ষে রায় দেয়। কিন্তু তারপরও এগুলো নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না সমর্থকদের। পুলিশের কাছে এই প্রতিবাদের টিফো, ব্যানার এক আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রসেনজিৎ সরকার নামের মোহনবাগানের এক ফ্যান ক্লাবের সদস্যের অভিযোগ ২৭ অগস্টের কোর্ট অর্ডার দেখানো সত্ত্বেও পুলিশ টিফো ও ব্যানার নিয়ে মাঠে ঢুকতে দিচ্ছে না বাগান সাপোর্টারদের। কোর্টের অর্ডার দেখালেও পুলিশের সরাসরি হুমকি, ‘আমাদের ওইসব হাইকোর্ট দেখাবেন না।’ ওই সবুজ-মেরুনের ফ্যান ক্লাবের ওই সদস্য জানান, কোর্টের অর্ডারের কপিও দেখতে চাননি তিন নম্বর গেটে যাঁরা ডিউটিতে ছিলেন।
মোহনবাগানের এক ফ্যান ক্লাবের এক সদস্য এও বলেন, ‘আমাদের ক্লাবের ছেলেরা গিয়েছিল ব্য়ানার লাগাতে। টিফো, ব্যানার খেলার অংশ। সেগুলো নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা হয়েছিল পুরো বিশ্বে টিফো, ব্যানার খেলার অংশ। এখানেও সেটা প্রযোজ্য। আমাদের ছেলেরা এটা বললে, সেখানে তিন নম্বর গেটে যাঁরা ডিউটিতে ছিলেন তাঁরা জানান, আমাদের হাইকোর্ট দেখাবেন না। বিধাননগর সাউথের আইসি অর্ডার দিয়েছেন কোনও কিছু নিয়ে না ঢুকতে দিতে। এটা নক্কারজনক। রাজ্যের হাইকোর্টের সিদ্ধান্ত পুলিশ মানতে চাইছেন না। এমনটা কাঙ্খিত নয়।’
ওই ক্লাবের সদস্য বলেন, ‘আমাদের ব্যানারের ছবি দেখতে চায় পুলিশ। আমরা তা দেখাই। এরপর জানানো হয়, টিফো তো একেবারেই নিয়ে ঢোকা যাবে না। তাঁরা জানান, ম্যাচের আয়োজকরাও মোহনবাগানের টিফো নিয়ে ঢুকতে বারণ করেছে। টিফোতে সারপ্রাইজ এলিমেন্ট থাকে। এক একটা ডার্বি ম্যাচে ৬-৭টা টিফো দেখা গিয়েছে। কোনওটা দলের পক্ষ, কোনওটা বিপক্ষ দলের জন্য। কোনওটা আবার সাম্প্রতিক অবস্থাকে কেন্দ্র করে।’
এ বার দেখার শনিবারের বড় ম্যাচে সমর্থকরা টিফো, ব্যানার ছাড়াও কী ভাবে তিলোত্তমার বিচায় চেয়ে প্রতিবাদ জানায়। এবং টিফো, ব্যানার ছাড়া দুই টিমের সাপোর্টাররা কী ভাবে স্লোগানে গ্যালারি সরগরম করেন।