East Bengal: এএফসির টুর্নামেন্টে বুধে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, জেনে নিন বিস্তারিত
AFC Asian Challenge League: প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়ায় শেষ ম্যাচটি ছিল নিছক নিয়মরক্ষার। ইস্টবেঙ্গলের নজর ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে। সেখানেও অবশ্য ব্যাকফুটে ইস্টবেঙ্গল।

ইন্ডিয়ান সুপার লিগে মরসুম শেষ ইস্টবেঙ্গলের। শেষ ম্যাচে দ্বিতীয় সারির দল নামিয়েছিল লাল-হলুদ। তা নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই। তবে সেটা সীমাবদ্ধ থাকে প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে ৪ গোল এবং বড় হার ইস্টবেঙ্গলের। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়ায় শেষ ম্যাচটি ছিল নিছক নিয়মরক্ষার। ইস্টবেঙ্গলের নজর ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে। সেখানেও অবশ্য ব্যাকফুটে ইস্টবেঙ্গল।
এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফকে আর্কাদাগ। প্রথম লেগের ম্যাচ ঘরের মাঠে খেলেছে ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই গোল করে ডিফেন্সিভ মোডে চলে গিয়েছিলে তুর্কমেনিস্তানের ক্লাব আর্কাদাগ। ইস্টবেঙ্গল সেই অর্থে কোনও সুযোগই তৈরি করতে পারেনি গোলের। তবে দ্বিতীয়ার্ধে কোনও গোলও খায়নি। প্রথম লেগে ০-১ ব্যবধানে হারায় কাল অর্থাৎ বুধবার অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে মরণ বাঁচন।
এফকে আর্কাদাগের ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে অন্তত ২-০ ব্যবধানে জিততেই হবে। তা হলে সেমিফাইনালে যেতে পারবে ইস্টবেঙ্গল। হারলে কিংবা ড্র করলে কোনও সুযোগ নেই। কারণ, ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ১ গোলে পিছিয়ে। তুর্কমেনিস্তানে প্রবল প্রতিকূল পরিস্থিতি। সেখানে পৌঁছে ঠিকঠাক প্রস্তুতিও সারতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। প্র্যাক্টিস মাঠেরও করুণ পরিস্থিতি। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো আশাবাদী, পরিস্থিতি যেমনই হোক, তাঁর টিম ভালো পারফর্ম করবে।
এই খবরটিও পড়ুন




ইস্টবেঙ্গল বনাম এফকে আর্কাদাগ, ভারতীয় সময় বিকেল ৪টে, ফ্যানকোড অ্যাপে স্ট্রিমিং





