AFC Cup 2022: আক্রমণাত্মক ফুটবলেই জয়ের খোঁজে ফেরান্দো
ATK Mohun Bagan: সবুজ-মেরুন কোচ বলেন, 'আমার লক্ষ্যই হল আক্রমণাত্মক ফুটবল খেলা। ওরা ১ গোল দিলে আমরা ২ গোল দেব।'
কলকাতা: গত বছর এএফসি কাপের (AFC Cup 2022) ইন্টারজোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের এফসি নাসাফের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। এ বছর আবার এএফসি (AFC) কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে নামছে সবুজ-মেরুন। ঘরের মাঠে এ বার বাগানের প্রতিপক্ষ মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি এফসি। দলে ব্রাজিল, কলোম্বিয়ার ফুটবলাররা আছেন। এ ছাড়া ইংল্যান্ড আর মালয়েশিয়ার দ্বৈত নাগরিকত্ব থাকা ফুটবলারও আছেন কুয়ালালামপুরে। মোহনবাগানকে বেশ ভালো মতো মেপেই কলকাতায় খেলতে এসেছে বোজান হোডাকের দল।
ডুরান্ড কাপ এখন অতীত। এএফসি কাপেই ফোকাস ফেরান্দোর। মালয়েশিয়ার দলের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক ফেরান্দো। ভারতের চেয়ে ফিফা ক্রমতালিকায় মালয়েশিয়া পিছিয়ে থাকলেও ক্লাব ফুটবল সম্পূর্ণ আলাদা। সেটা ভালোই জানেন বাগান কোচ। নির্ধারিত সময় ম্যাচ অমীমাংসিত থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। ব্রেন্ডন হ্যামিল কলকাতার জলবায়ুর সঙ্গে পুরো মানিয়ে নিতে পারেননি। একটু সময় লাগছে। দিমিত্রি পেত্রাতোস দলের সঙ্গে অনুশীলন করলেও, নব্বই মিনিট ফিট কিনা তা বোঝা যাবে বুধবার। কুয়ালালামপুরের কোচ বোজান হোদাকের কোচিংয়ে খেলেছেন পেত্রাতোস। ক্রোট কোচ বলেন, ‘দিমিত্রি খুব ভালো ফুটবলার। আমার কোচিংয়ে যখন ও খেলে, তখন ওর বয়স ১৯ কি ২০। এখন ও অনেক পরিণত। ওর একটা মুভেই ম্যাচের রং পাল্টে যেতে পারে। আধাফিট দিমিত্রিও অনেক ভয়ানক। ওকে আটকানোর পরিকল্পনা তো করতেই হবে।’ ভারতীয় ফুটবল নিয়ে পড়াশোনা করেই এ দেশে দল নিয়ে এসেছেন বোজান। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচের সহকারী আর বোজানের সহকারী বেশ ভালো বন্ধু। এটিকে মোহনবাগানের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলে খেলেন। তাই লিস্টন কোলাসো, আশিকদের চেনেন কুয়ালালামপুরের কোচ। আলাদা করে এই দুই ফুটবলারের নামও বলেন বোজান। জোহর দারুল তাজিমে কোচিং করানোর সময় এএফসি কাপে ইস্টবেঙ্গল আর বেঙ্গালুরু এফসিকে হারিয়েছেন বোজান। এ বার চান মোহনবাগানকে হারাতে।
বাগান কোচ হুয়ান ফেরান্দো কুয়ালালামপুর বধের অঙ্ক সাজিয়ে রাখছেন। ঘরের মাঠে খেলা। সেটাকে আশীর্বাদ মনে করছেন ফেরান্দো। দলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে ব্রেন্ডন হ্যামিলের। পেত্রাতোস সবে এসেছেন। ডুরান্ডে বাগানের রক্ষণকে বেশ নড়বড়ে দেখায়। আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে নামার আগে সবুজ-মেরুন কোচ বলেন, ‘আমার লক্ষ্যই হল আক্রমণাত্মক ফুটবল খেলা। ওরা ১ গোল দিলে আমরা ২ গোল দেব। এটাই আমাদের টার্গেট। এটাই আমাদের দলের মানসিকতা। অধিকাংশ সময় বিপক্ষের জোনে ফুটবল খেলাটাই আসল উদ্দেশ্য।’ কোন চার বিদেশি শুরু করবেন তা ম্যাচের দিনই ঠিক করবেন ফেরান্দো। তবে এশিয়ান কোটার একজন ফুটবলার বাধ্যতামূলক। পেত্রাতোসকে শুরু থেকে খেলাতে পারেন ফেরান্দো। বাকি তিন বিদেশি হয়তো পোগবা, ম্যাকহিউ, কাউকো।