AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Bangladesh, Asian Games 2023 : শুরুর ধাক্কা কাটিয়ে সুনীলদের সামনে আজ বাংলাদেশ

India vs Bangladesh Match Preview: চিনের বিরুদ্ধে প্রথমার্ধ দারুণ কেটেছে ভারতের। শুরুতে পিছিয়ে পড়লেও একটি পেনাল্টি সেভ করে আত্মবিশ্বাস পায় ভারতীয় দল। ১-১ স্কোরলাইনেই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে চার গোল। ম্যাচের পর দলের সিনিয়র ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান স্বীকার করে নিয়েছেন, ক্লান্তি তার প্রধান কারণ। হানঝাউতে পৌঁছে প্রস্তুতির কোনও সুযোগই পায়নি ভারতীয় ফুটবল দল। কয়েক ঘণ্টার ব্যবধানে মাঠে নামতে হয়েছে। সন্দেশের কথায়, ৫৫ মিনিটের পর থেকেই হাল ছেড়ে দেয় সকলেই।

India vs Bangladesh, Asian Games 2023 : শুরুর ধাক্কা কাটিয়ে সুনীলদের সামনে আজ বাংলাদেশ
Image Credit: X
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 6:30 AM
Share

হানঝাউ: অনেক প্রত্যাশা নিয়ে হানঝাউতে পা রেখেছিল ভারতীয় ফুটবল দল। তবে শুরুতেই ধাক্কা খেতে হয়েছে বড়রকমের। ফুটবলার ছাড়া নিয়ে ক্লাবের সঙ্গে দ্বন্দ্ব ছিলই। শেষ মুহূর্তে স্কোয়াড ফাইনাল হয়েছে। কোনওরকমে জেট ল্যাগ কাটিয়েই নেমে পড়তে হয়েছিল চিনের বিরুদ্ধে। এ বছর অনবদ্য পারফর্ম করছে ভারতের সিনিয়র ফুটবল দল। তিনটি আন্তর্জাতিক ট্রফি। এশিয়ান গেমসে তিন জন সিনিয়র ফুটবলার খেলানোর সুযোগ থাকলেও পাওয়া গিয়েছে দু-জনকে। সুনীল ছেত্রী এবং শেষ মুহূর্তে সন্দেশ ঝিঙ্গান। এখন অবশ্য এতকিছু ভাবার সময় নেই। ঘুরে দাঁড়ানোর পালা। প্রথম ম্যাচে চিনের কাছে ১-৫ ব্যবধানে হার। আজ ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চিনের বিরুদ্ধে প্রথমার্ধ দারুণ কেটেছে ভারতের। শুরুতে পিছিয়ে পড়লেও একটি পেনাল্টি সেভ করে আত্মবিশ্বাস পায় ভারতীয় দল। ১-১ স্কোরলাইনেই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে চার গোল। ম্যাচের পর দলের সিনিয়র ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান স্বীকার করে নিয়েছেন, ক্লান্তি তার প্রধান কারণ। হানঝাউতে পৌঁছে প্রস্তুতির কোনও সুযোগই পায়নি ভারতীয় ফুটবল দল। কয়েক ঘণ্টার ব্যবধানে মাঠে নামতে হয়েছে। সন্দেশের কথায়, ৫৫ মিনিটের পর থেকেই হাল ছেড়ে দেয় সকলেই।

চিন ম্যাচের ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরও একটা ম্যাচ। মাঝে কোনওরকমে গা ঘামিয়ে নেওয়ার সুযোগ। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ জিততেই হবে সুনীলদের। হারলে নকআউটের আশা কার্যত ছেড়ে দিতে হবে। বাংলাদেশও প্রথম ম্যাচে হেরেছে। তবে মায়ানমারের বিরুদ্ধে তাদের হারের ব্যবধান মাত্র ০-১। ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তি, স্কোয়াডে যোগ দিয়েছেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। ভিসা সমস্যায় টিমের সঙ্গে আসতে পারেননি। তবে যাই হোক না কেন, হাতে সময় কম থাকায়, ভারতীয় টিমের মধ্যে সেই অর্থে বোঝাপড়াই তৈরি হয়নি। এক দিনের ব্যবধানে সেই সমস্যা পুরোপুরি মিটে যাবে, এমন প্রত্যাশা না করাই শ্রেয়।

ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলছেন, ‘এটা আমাদের তৃতীয় বা চতুর্থ পছন্দের স্কোয়াড। চিনের বিরুদ্ধে সেরা দলই নামাতে চেয়েছিলাম। হয়েছে পুরো উল্টো। তবে এখানে যারা খেলছে, মরিয়া লড়াই করছে, আমার কাছে তারা নায়ক।’

ভারত বনাম বাংলাদেশ, দুপুর ১.৩০, সোনি স্পোর্টস, সোনি লিভ