UEFA Champions League: এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান
Inter Milan reach UEFA Champions League Quarters: শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠে পোর্তোকে ১-০ ব্যবধানে হারিয়েছিলেন লাউতারো মার্টিনেজ-রোমেলু লুকাকুরা। যে কারণে দ্বিতীয় লেগে পোর্তোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পরও শেষ আটে জায়গা করে নিয়েছে ইতালিয়ান জায়ান্সটরা।
পোর্তো, পর্তুগাল: দীর্ঘ ১২ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে উঠল ইন্টার মিলান (Inter Milan)। পোর্তোর (Porto) ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬-র দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল সিমোনে ইনজাঘির ছেলেরা। গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় সেই ম্যাচ। শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠে পোর্তোকে ১-০ ব্যবধানে হারিয়েছিলেন লাউতারো মার্টিনেজ-রোমেলু লুকাকুরা। যে কারণে দ্বিতীয় লেগে পোর্তোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পরও শেষ আটে জায়গা করে নিয়েছে ইতালিয়ান জায়ান্সটরা। এর আগে ২০১০-১১ মরসুমে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল ইন্টার মিলান। ফলে, এক যুগ পর আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে খেলার টিকিট পেল ইন্টার মিলান। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
We gave more. We deserved it. The quarter-finals are where we belong.#ForzaInter pic.twitter.com/V9k4Ekj9V8
— Inter (@Inter_en) March 14, 2023
পোর্তোর ঘরের মাঠে গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মিলান। তিন বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান শেষ বার ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। দ্বিতীয় লেগে পোর্তো ও ইন্টার মিলান যথাক্রমে ৭ বার ও ৫ বার শট টার্গেটে রেখেছিল। কিন্তু দুই দলই কোনও গোল করতে পারেনি। বল দখলের লড়াইয়ে ঘরের মাঠে পোর্তো এগিয়ে থাকলেও মিলান গোলকিপার আন্দ্রে ওনানাকে ফাঁকি দিতে পারেনি। ২০০৬ সালের পর, প্রথম বারের মতো ইন্টার মিলান ও এসি মিলান দুই দলই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল।
Inter = quarter-finalists ?#UCL pic.twitter.com/MoRhJjItVJ
— UEFA Champions League (@ChampionsLeague) March 14, 2023
এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে রীতিমতো উচ্ছ্বসিত ইন্টার মিলান শিবির। ম্যাচের শেষে ইন্টার মিলানের মিডফিল্ডার হাকান বলেন, “এত বছর পর আমরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি। সকলেই ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েছে। আমরা ম্যাচে বেশ কিছু ভুল করেছি তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে অবধি লড়ে গিয়েছি। দলের সকলকে অভিনন্দন জানাই।”