লন্ডন: তাঁর কাজ গোল করা। যে কাজ প্রথম ম্যাচ থেকেই করতে শুরু করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) জার্সিতে ১২ বছর পর প্রথম ম্যাচ খেলতে নেমে ইপিএলে করেছিলেন জোড়া গোল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তাঁর নামের পাশে রয়েছে গোল। ১৩ মিনিটে করা সিআর সেভেনের গোলটা যে যথেষ্ট নয়, তা সোল্কজায়েরের টিমের দুটো মোক্ষম ভুলেই প্রমাণ হয়ে গিয়েছে।
সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের কাছে ২-১ হেরে অত্যন্ত হতাশ রোনাল্ডো। কিন্তু ভেঙে পড়ছেন না। বরং সামনে তাকাতে চাইছেন তিনি। ম্যাচের পর টুইটারে লিখেছেন, ‘যে ফলাফল ম্যাচে হল, তা আমরা চাইনি। কিন্তু ওটা নিয়ে পড়ে থাকলে চলবে না। রিকভার করে আবার সামনের ম্যাচে ফোকাস করতে হবে।’
Wasn't the result we wanted, but now it’s time to recover well and focus on the next game!???? #mufc pic.twitter.com/J97WdtIylR
— Cristiano Ronaldo (@Cristiano) September 14, 2021
৩৫ মিনিটে ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা সরাসরি লাল কার্ড দেখা। ৯৫ মিনিটে জর্জন সিয়েবাতচুকে গোল করার সুযোগ করে দেন জেসি লিনগার্ড। এই দুটো ভুলই তিন পয়েন্ট থেকে বঞ্চিত করল সোল্কজায়েরের টিমকে। যা তিনি মানছেন। ম্যাচের পর সোল্কজায়ের বলেছেন, ‘এটাই ফুটবল। মুহূর্তের মনোঃসংযোগ নষ্ট হওয়া, একটা ভুল করে বসা আর তার শাস্তি পাওয়া। এই একই ভুল গতবারও আমরা করেছিলাম ইউরোপা লিগে। বাসাক্সাহিরের কাউন্টার অ্যাটাকে এই রকম দুটো সহজ গোল হজম করেছিলাম। এই ম্যাচেও তাই হল। লাস্ট মিনিটে লিনগার্ড বলটা নিরাপদে বের করে দিতে চেয়েছিল। কিন্তু ওটাই বিপক্ষের পায়ে চলে যায়। যেখান থেকে গোল হয়ে যায়। এই একই রকম বল যদি ও আবার পায়, তা হলে ঠিক ক্লিয়ার করে দেবে। এই রকম ভুল এক-একদিন হয়ে যায়। তবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। না হলে মুশকিল।’
সোল্কজায়ের কিন্তু বেশ চাপে পড়ে গিয়েছেন। তাঁর কোচিংয়ে ম্যাঞ্চেস্টার শেষ ১১টা ম্যাচের মধ্যে ৭টাতে হারল। ওল্ড ট্র্যাফোর্ডে তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কোচের মতোই লিনগার্ডকে ম্যাচ হারার জন্য কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না ক্যাপ্টেন হ্যারি ম্যাগুয়ের। তাঁর কথায়, ‘একা লিনগার্ড নয়, পুরো টিমই কিছু না কিছু ভুল করেছে। যার খেসারত দিতে হয়েছে পুরো টিমকে। তবে, এটা গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ ছিল। ফিরে আসার মতো সুযোগ আমাদের আছে। পরের ম্যাচটাতে যদি তিনটে পয়েন্ট তুলে নিতে পারি, তা হলে কিন্তু পরিস্থিতি অন্য রকম হবে।’
আরও পড়ুন: UEFA Champions League: রোনাল্ডোর গোল সত্ত্বেও দুটো ভুলে ডুবল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
আরও পড়ুন: UEFA Champions League: রোনাল্ডোর গোল কাজে লাগল না, ইয়ং বয়েজ হারাল ১০ জনের ম্যান ইউকে