UEFA Champions League: রোনাল্ডোর গোল কাজে লাগল না, ইয়ং বয়েজ হারাল ১০ জনের ম্যান ইউকে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইয়ং বয়েজের কাছে ২-১ গোলে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ১০ জনের ম্যান ইউকে ঘরের মাঠে হারাল সুইৎজারল্যান্ডের দল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) গোল পেলেও শেষ রক্ষা হল না রেডসদের।
Most Read Stories