UEFA Champions League: রোনাল্ডোর গোল কাজে লাগল না, ইয়ং বয়েজ হারাল ১০ জনের ম্যান ইউকে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইয়ং বয়েজের কাছে ২-১ গোলে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ১০ জনের ম্যান ইউকে ঘরের মাঠে হারাল সুইৎজারল্যান্ডের দল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) গোল পেলেও শেষ রক্ষা হল না রেডসদের।

| Edited By: | Updated on: Sep 15, 2021 | 11:07 AM
ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে ম্যাচের ১৩ মিনিটে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে ম্যাচের ১৩ মিনিটে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

1 / 4
ম্যাচের ৩৫ মিনিটে বিপক্ষের মিডফিল্ডার ক্রিস্টোফার পেরেইরাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ম্যান ইউয়ের অ্যারন ওয়ান- বিসাকা (Aaron Wan-Bissaka)। (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)

ম্যাচের ৩৫ মিনিটে বিপক্ষের মিডফিল্ডার ক্রিস্টোফার পেরেইরাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ম্যান ইউয়ের অ্যারন ওয়ান- বিসাকা (Aaron Wan-Bissaka)। (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)

2 / 4
ম্যাচের ৬৬ মিনিটে ইয়ং বয়েজকে সমতায় ফেরান মৌমি এনগামালেও। (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)

ম্যাচের ৬৬ মিনিটে ইয়ং বয়েজকে সমতায় ফেরান মৌমি এনগামালেও। (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)

3 / 4
১০ জনের ম্যান ইউ ড্র দিয়েই শেষ করত, যদি না অতিরিক্ত সময়ে থিওসন সিবাচু আর একটি গোল করে ইয়ং বয়েজকে ২-১ না করে দিত।  (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)

১০ জনের ম্যান ইউ ড্র দিয়েই শেষ করত, যদি না অতিরিক্ত সময়ে থিওসন সিবাচু আর একটি গোল করে ইয়ং বয়েজকে ২-১ না করে দিত। (সৌজন্যে-ইয়ং বয়েজ টুইটার)

4 / 4
Follow Us: