Kolkata Derby: শনি-সন্ধেয় যুবভারতীতে ৯-এ নবগ্রহ চাইছেন ফেরান্দো!
Mohun Bagan: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন ছেয়ে থাকবে সবুজ-মেরুন এবং লাল-হলুদ জার্সিতে। সমর্থকদের হাতে হাতে থাকবে ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পতাকা।

ভারতীয় ফুটবলের এল ক্লাসিকো…! নাহ, তার থেকে বেশি আবেগ আসে ‘বড় ম্যাচ’ বললে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন ছেয়ে থাকবে সবুজ-মেরুন এবং লাল-হলুদ জার্সিতে। সমর্থকদের হাতে হাতে থাকবে ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পতাকা। সবুজ-মেরুনের সমর্থকরা ডার্বির (Derby) আমেজে ইতিমধ্যেই লাল-হলুদের উদ্দেশে বলাবলি করছেন, পালতোলা নৌকার তেজে আবার নিভবে মশালবাহিনী। যতবার ডার্বি, ততবার হারবি স্লোগান তুলেছেন মোহনবাগান সমর্থকরা। কলকাতার অন্যতম প্রধান মোহনবাগানে (Mohun Bagan) কোচিং করানো তাঁর কাছে নতুন নয়। কিন্তু ‘নতুন’ ইস্টবেঙ্গল টিমের বিরুদ্ধে ডার্বিতে নামার আগে সতর্ক মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। শুধু পরিসংখ্যানে নজর দিলে, বড় ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal) থেকে অনেকটা এগিয়ে মোহনবাগান। এ বারের ডার্বি জিতে নবগ্রহে পৌঁছতে চায় পালতোলা নৌকা। বাগান শিবির যদিও প্রতিপক্ষকে কোনও অংশে খাটো করে দেখছে না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শুক্র দুপুরে ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত এবং বাগান শিবিরের কোচ প্রেস কনফারেন্স করেছেন। দু’জনকে একফ্রেমে দেখা গিয়েছে সৌহার্দ বিনিময় করতে। এমন ‘ফিল গুড’ ফ্রেম বড় ম্যাচের আগে দেখা যায়। ম্যাচের পর কী হবে? ডার্বি জয়ের স্বাদ কেমন, ফেরান্দোর অজানা নয়। সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য তৈরি ফেরান্দোর ছেলেরা। কিন্তু ইস্টবেঙ্গল যে পাল্টে গিয়েছে, মেনে নিচ্ছেন সবুজ-মেরুন কোচ। তাঁর কথায়, ‘গত মরসুমের নিরিখে ইস্টবেঙ্গল টিমটা বদলে গিয়েছে। ওরা ভালো ভালো ফুটবলারদের সই করিয়েছে। দারুণ দারুণ বিদেশি ফুটবলার নিয়েছে। যাদের অনেকেরই আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ওই টিমে যে ভারতীয় ফুটবলাররা রয়েছে, তারাও অসাধারণ। সে সব কথা মাথায় রেখেও বলছি, এই ম্যাচে ৩ পয়েন্টই পেতে চাই আমরা। তাই আমাদের রিল্যাক্স করার কোনও জায়গা নেই।’
ডার্বির জন্য প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন বলে মনে করছেন মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা একই থাকবে। তবে প্রথম একাদশ বেছে নেওয়াটা কঠিন হতে চলেছে। একঝাঁক সেরা ফুটবলাররা রয়েছে আমার হাতে। এটা মাথাব্যাথার কথা ঠিকই, তবে যে কোনও কোচই এমন মাথাব্যাথা চায়। টিমের কম-বেশি সকলেই ফিট।’
বড় ম্যাচের পরই মোহনবাগান নামবে এএফসি কাপের প্রাথমিক পর্বে। ডার্বিকে যেমন গুরুত্ব দিচ্ছেন বাগান কোচ হুয়ান ফেরান্দো, তেমনই মাথায় রাখতে হচ্ছে এএফসি কাপও। স্প্যানিশ কোচ বলছেন, ‘এএফসি কাপের ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, ওটা আন্তর্জাতিক ম্যাচ। ফুটবলাররা রোজ অনুশীলন করছে। তবে আমাদের আরও উন্নতি করা দরকার।’
মোহনবাগান টিমটা বেশ গোছানো। এই দলের একাধিক ফুটবলার ডার্বি জয়ের স্বাদ পেয়েছেন এর আগে। আবারও এক বার বাগান সমর্থকদের মুখে তাই হাসি ফোটাতে তৈরি দিমিত্রি পেত্রাতোসরা। মরসুমের শুরু থেকেই ছন্দে রয়েছে টিম। তাই ‘৯-এ নবগ্রহ’ স্লোগান তুলে দিচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা।
