AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neymar: কাতারে নেইমারেরও কি শেষ বিশ্বকাপ? তাঁর বক্তব্যে এ কোন ইঙ্গিত!

Qatar World Cup 2022: কাতার বিশ্বকাপে ২৫ নভেম্বর প্রথম ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেই ম্যাচে নেইমারদের প্রতিপক্ষ সার্বিয়া।

Neymar: কাতারে নেইমারেরও কি শেষ বিশ্বকাপ? তাঁর বক্তব্যে এ কোন ইঙ্গিত!
Neymar: কাতারে নেইমারেরও কি শেষ বিশ্বকাপ? তাঁর বক্তব্যে এ কোন ইঙ্গিত! Image Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 7:32 PM
Share

প্যারিস: কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হতে আর বাকি মাত্র ৮ দিন। কাতারেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন লিওনেল মেসি। এমন তথ্য তিনি জানিয়ে দিয়েছেন। ফুটবল মহল মনে করছে, ৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। এরই মাঝে ব্রাজিলিয়ান (Brazil) তারকা নেইমারও (Neymar) ইঙ্গিত দিয়েছেন, কাতারেই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। এ বারের বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে, ভবিষ্যতের বিশ্বকাপ নিয়ে কী ইঙ্গিত দিলেন নেইমার, তুলে ধরল TV9Bangla

বছর ৩০ এর নেইমারের পরের বিশ্বকাপে বয়স হবে ৩৪ বছর। এই নিয়ে কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপে নামতে চলেছেন নেইমার। এখনও তিনি দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারেননি। ব্রাজিলের এক শীর্ষসারির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাতার বিশ্বকাপের পর, তিনি আর পরবর্তী বিশ্বকাপে খেলবেন কিনা, তার কোনও নিশ্চয়তা নেই। তিনি বলেন, “আমি এ বারের বিশ্বকাপটা শেষ ধরেই খেলব। আমি সব সময় আমার বাবার সঙ্গে কথা বলি। প্রতিটা ম্যাচে খেলার আগেও বাবার সঙ্গে কথা বলি। আগামীকাল কী হবে তা কেউ জানে না। তাই হতেই পারে এটা আমার শেষ বিশ্বকাপ।”

নেইমার আরও বলেন, “আমি আরও একটা বিশ্বকাপ খেলব কিনা, তা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছি না। সত্যিই আমি জানি না। তাই আমি শেষ বারের বিশ্বকাপ ধরেই এ বার খেলব। হতে পারে আমি আরেকটা বিশ্বকাপে খেলব, আবার এটা নাও হতে পারে। কোনও কিছুই নিশ্চিত নয়। এই বিশ্বকাপের পর দলের কোচ পরিবর্তন হবে। এবং আমি জানি না সেই কোচ আমাকে পছন্দ করবেন কিনা।” উল্লেখ্য, কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে যাবেন তিতে। তাঁর পরিবর্তে নেইমারদের কে কোচিং করাবেন, তা এখনও ঠিক করা হয়নি।

১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। ব্রাজিলের হয়ে এখনও অবধি ১২১টি ম্যাচে ৭৫টি গোল করেছেন নেইমার। তিনি বলেন, “জাতীয় দলের হয়ে আমি একটা দীর্ঘ ইতিহাস তৈরি করেছি। এটা আমার কল্পনার চেয়েও বেশি। আমি এমন পারফর্ম করার স্বপ দেখতাম। আমি কখনওই গোলের সংখ্যা নিয়ে ভাবিনি। আমি কাউকে ছাপিয়ে যেতেও চাইনি, রেকর্ড ভাঙতেও চাইনি। আমি সব সময় শুধু ফুটবল খেলে যেতে চেয়েছিলাম। আমি নিশ্চিত, শেষটাও ভালো করে করতে পারব।”

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আশাবাদী এ বারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে তাঁর দেশ। নেইমার বলেন, “পেলে হলেন আদর্শ। পেলেই ফুটবল। পেলে আমাদের দেশের জন্য কার্যত সবকিছু। তাঁর যত প্রশংসা করি, সেটাই কম পড়বে তাঁকে আমি শ্রদ্ধা জানাই।”

কাতার বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এডারসন, উইভার্টন।

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকুইনোস, দানিলো, টেলেস, স্যান্ড্রো, এডার, ব্রেমার, ইবানেজ।

মিডফিল্ডার: ব্রুনো, কাসেমিরো, পাকুয়েতা, ফাবিনহো, ফ্রেড, এভার্টন।

ফরোয়ার্ড: নেইমার, ফিরমিনো, ভিনিশিয়াস জুনিয়র, অ্যান্টনি, রিচার্লিসন, রাপিনহা, রডরিগো, ম্যাথিউস, পেদ্রো।