Sunil Chettri Birthday : ৩৯ বছরে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, সুনীলের সাফল্যের খতিয়ান তুলে শুভেচ্ছা ফেডারেশনের
৩৯তম জন্মদিন পালন করছেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। এআইএফএফের তরফে তাঁকে অভিনব পদ্ধতিতে শুভেচ্ছা জানানো হয়েছে।
নয়াদিল্লি : ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা রাখলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী (Sunil Chettri)। যে বয়সের অনেক আগেই সাধারণত ফুটবলাররা বুটজোড়া তুলে রাখেন। এখানেই ব্যতিক্রম সুনীল। এই বয়সেও চূড়ান্ত ফিট। সাফল্য তাঁর সঙ্গ ছাড়তে নারাজ। আন্তর্জাতিক ফুটবলে ৯২টি গোলের মালিক। সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল সংখ্যা তাঁর আগে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া আর কেউ নেই। শুধু ভারতীয় ফুটবল নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা উদাহরণ হয়ে রয়েছেন সুনীল ছেত্রী। এমন একজন ব্যক্তিত্বের জন্মদিনে শুভেচ্ছার ঢল বইবে এতে সন্দেহ নেই। বিশেষ দিনটিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে একটি পোস্টার টুইট করা হয়েছে। ওই একটি পোস্টারে সুনীলের যাবতীয় সাফল্যের উল্লেখ রয়েছে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
নীল রঙা পোস্টারটির মধ্যমণি অবশ্যই সুনীল। এক হাতে বল ও অন্য হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে তিনি। এআইএফএফের তরফে সুনীলের যে সাফল্যগুলি তুলে ধরা হয়েছে তাতে প্রথমেই চোখ যায় আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলসংখ্যায়। যা এখনও পর্যন্ত ৯২-এ দাঁড়িয়ে রয়েছে। ১০০-র গণ্ডি ছুঁতে আটটা গোলের প্রয়োজন। ভারতীয় ফুটবলের সর্বাধিক গোলস্কোরার সুনীল। সাম্প্রতিক ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ কাপে ভারতের ট্রফি জয়ের নেপথ্যে তাঁর ভূমিকা অনবদ্য। আগামী দিনে এশিয়ান গেমসে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন তিনি। দেশের পাশাপাশি সুনীলের ব্যক্তিগত সাফল্যে ঝুলিও যাতে পরিপূর্ণ হয় সেই প্রার্থনা অনুরাগীদের।
Another year younger ?
Send in your wishes for our ? on his birthday ??? @chetrisunil11 #IndianFootball ⚽️ pic.twitter.com/KOxw3RiIFn
— Indian Football Team (@IndianFootball) August 3, 2023
সুনীল এখনও পর্যন্ত দেশের হয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে তিনি চার বার হ্যাটট্রিক করেছেন। সাফ চ্যাম্পিয়ন হয়েছে চার বার। ২০০৮ সালে এএফসি চ্য়ালেঞ্জ কাপে বিজয়ী হয়েছিলেন। এআইএফএফ-র সাতবারের বর্ষসেরা ফুটবলার সুনীল। জাতীয় পুরস্কারেও ঝুলি ভর্তি তাঁর। ২০১১ সালে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০২১ সালে খেলরত্ন সম্মান পান সুনীল।
ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সুনীলকে। তিনি লিখেছেন, “একজন ফুটবলার হিসেবে তোমার যাত্রাপথ অগণিত তরুণ প্রতিভাকে অনুপ্রাণিত করেছে। তোমার নীতি ও নিষ্ঠা ভারতীয় ফুটবলের নতুন দিক খুলে দিয়েছে। তোমার মতো ব্র্যান্ড অ্যাম্বাসাডর এই খেলাকে আরও সমৃদ্ধ করেছে। শুভ জন্মদিন সুনীল। তোমার সাফল্য এবং সুখ অব্যাহত থাকুক। “