Rustam Akramov: প্রয়াত বাইচুংদের কোচ রুস্তম আক্রমভ

প্রয়াত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ রুস্তম আক্রমভ (Rustam Akramov)। উজবেকিস্তানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। রুস্তমভের আমলে ফিফা ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পর্যায়ে ভারতীয় ফুটবল দল। গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন ভারতের ফুটবল দলের প্রাক্তন কোচ। সে দিনই উজবেকিস্তানের ন্যাশনাল অলিম্পিক কমিটির ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।

Rustam Akramov: প্রয়াত বাইচুংদের কোচ রুস্তম আক্রমভ
Rustam Akramov: প্রয়াত বাইচুংদের কোচ রুস্তম আক্রমভ (Pic Courtesy -Indian Football Team Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 4:15 PM

নয়াদিল্লি: প্রয়াত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ রুস্তম আক্রমভ (Rustam Akramov)। উজবেকিস্তানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। রুস্তমভের আমলে ফিফা ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পর্যায়ে ভারতীয় ফুটবল দল। গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন ভারতের ফুটবল দলের প্রাক্তন কোচ। সে দিনই উজবেকিস্তানের ন্যাশনাল অলিম্পিক কমিটির ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। উজবেকিস্তানের অলিম্পিক বডি শোকপ্রকাশ করে জানায়, ‘রুস্তম আক্রমভের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।’ রুস্তমের আমলে তৎকালী সোভিয়েত ইউনিয়ন ও উজবেকিস্তানের ফুটবলে অনেক উন্নতি হয়। আক্রমভের মৃত্যুর খবর শোনার পর শোক প্রকাশ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও।

১৯৯৫ থেকে ১৯৯৭- ২ বছর ভারতীয় দলে কোচিং করান রুস্তম আক্রমভ। যদিও তাঁর আমলে কোনও বড় ট্রফি জিততে পারেনি ভারত। তবে আক্রমভের কোচিংয়েই জাতীয় দলে অভিষেক হয় বাইচুং ভুটিয়ার। ১৯৯৫ নেহরু কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় পাহাড়ি বিছের। ক্লাব পর্যায়ে সেইসময় অ্যাটাকিং মিডফিল্ডে খেলতেন বাইচুং। কিন্তু রুস্তমভের কোচিংয়েই স্ট্রাইকারে পরিণত হয়ে সাফল্য পান ভারতীয় ফুটবলের আইকন। বাইচুং ছাড়াও আইএম বিজয়ন, কার্লটন চাপম্যান, ব্রুনো কুটিনহোর মতো ফুটবলাররা খেলেছেন তাঁর কোচিংয়ে।

১৯৯৬ সালে ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৪ নম্বরে পৌঁছয় ভারতীয় ফুটবল দল। এখনও পর্যন্ত সেটাই ভারতের সেরা ব়্যাঙ্কিং। ১৯৪৮ সালে তাসখন্দে জন্মগ্রহণ করেছিলেন রুস্তমভ। স্বাধীন উজবেকিস্তানের তিনিই জাতীয় দলের প্রথম কোচ। ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত উজবেকিস্তানের কোচ ছিলেন। সেই সময় ১৯৯৪ সালে তাঁর কোচিংয়ে হিরোশিমা এশিয়ান গেমস এবং সেন্ট্রাল এশিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে উজবেকিস্তান।

আরও পড়ুন: Premier League: সালাহ-মানে-দিয়াজের চমকে লিভারপুলের জয়

আরও পড়ুন: ISL 2021-22: কেরালার বিরুদ্ধে ত্রাতা কাউকো, এক পয়েন্টেই খুশি ফেরান্দো