ইস্টবেঙ্গলের চিঠির জের! রেফারিদের বিশেষ বার্তা ফেডারেশন সভাপতির
Indian Football News: আইএসএলের পাশাপাশি আই লিগেও জঘন্য রেফারিংয়ের অভিযোগ। বেশ কয়েকটি দল খারাপ রেফারিংয়ের অভিযোগ করে। এখনও পর্যন্ত ২৪টি বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ জমা পড়েছে ফেডারেশনে। রবিবার রেফারিং রিভিউ মিটিংয়ে ৪ ঘণ্টার দীর্ঘ বৈঠকে রেফারিদের আরও দায়িত্ববান হওয়ার বার্তা দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। চিফ রেফারি অফিসার ট্রেভর কেটলও ছিলেন সেই বৈঠকে।
কলকাতা: ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে বিতর্ক নতুন নয়। ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমেও বেশ কিছু ম্যাচে রেফারিং বিতর্ক হয়েছে। বিশেষ করে বলতে হয়, মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান ম্যাচ, বেঙ্গালুরুর মাঠে ইস্টবেঙ্গল ম্যাচের কথা। একাধিক ম্যাচেই নানা অভিযোগ উঠেছে। মোহনবাগান শিবিরও বারবার ক্ষোভ প্রকাশ করেছিল। কয়েকদিন আগেই রেফারিং নিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। মূলত দুই প্রধানের নানা ক্ষোভের পরই রেফারিদের কড়া বার্তা দিলেন ফেডারেশন সভাপতি। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইএসএলের পাশাপাশি আই লিগেও জঘন্য রেফারিংয়ের অভিযোগ। বেশ কয়েকটি দল খারাপ রেফারিংয়ের অভিযোগ করে। এখনও পর্যন্ত ২৪টি বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ জমা পড়েছে ফেডারেশনে। রবিবার রেফারিং রিভিউ মিটিংয়ে ৪ ঘণ্টার দীর্ঘ বৈঠকে রেফারিদের আরও দায়িত্ববান হওয়ার বার্তা দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। চিফ রেফারি অফিসার ট্রেভর কেটলও ছিলেন সেই বৈঠকে।
সামনেই কলিঙ্গ সুপার কাপ। ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ, উইমেন্স লিগের মতো টুর্নামেন্টও চলছে। নতুন বছরের শুরুতেই রেফারিং নিয়ে রিভিউ মিটিং করেন ফেডারেশন সভাপতি। সেখানে ‘ফেয়ার প্লে’র বার্তা কল্যাণ চৌবের। বলেন, ‘এখন সারা বছরই টুর্নামেন্ট। আমরা ভাগ্যবান, লাখো সমর্থক রয়েছে। প্রশাসক হিসেবে আমাদেরও ভুলের মাত্রা কমাতে হবে। মানুষ মাত্রই ভুল হয়, এই তত্ত্ব আগলে রাখলে চলবে না। বেশির ভাগ ভিডিয়োতেই দেখেছি, কিছু সিদ্ধান্তে ক্লাব-প্লেয়ার এবং লিগের ক্ষতি হচ্ছে। সমর্থকদের আবেগকে সম্মান দিয়ে এই বিষয়গুলোয় নজর দিতে হবে।’
রেফারিদের ট্রেনিংয়েও জোর দিচ্ছেন ফেডারেশন সভাপতি। রেফারির ভুলে যাতে কোনও ক্লাব, প্লেয়ারের সমস্যা না হয় সে দিকেও নজর দেওয়ার বার্তা। কলিঙ্গ সুপার কাপ চলাকালীন ভুবনেশ্বরে আইএসএল ও আই লিগের কোচ, ম্যানেজারদের সঙ্গেও বৈঠকে বসবে ফেডারেশন।