AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IFA: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়

শনিবার সকালে আইএফএ প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁর পরিবার আর ঝুঁকি নেয়নি। পরিবার সূত্রের খবর, নিউমোনিয়ার লক্ষণ রয়েছে অজিত বন্দ্যোপাধ্যায়ের শরীরে। তবে এখনই চিন্তার কিছু নেই। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। এই মুহূর্তে ভিড় বা জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। বলাই বাহুল্য, সোমবার আইএফএ-র গভর্নিং বডির সভায় প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারবেন না।

IFA: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়
অজিত বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 12:16 AM
Share

কলকাতা: দু’দিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে আইএফএ-র (IFA) বার্ষিক সাধারণ সভায় গিয়েছিলেন। সভা শুরু করার সময়ই মাইক তুলে দিয়েছিলেন আইএফএ চেয়ারম্যানের হাতে। শরীর যে খারাপ তখনই বোঝা গিয়েছিল। শারীরিক অসুস্থতা কারণে শনিবার হাসপাতালে ভর্তি হলেন আইএফএ সভাপতি, রাজ্যের মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায় (Ajit Banerjee)। হৃদজনিত সমস্যার কারণেই শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আইএফএ সভাপতিকে। সোমবার আইএফএ-র নতুন গভর্নিং বডির প্রথম সভা। ওই সভাতেই নতুন আইএফএ সচিব নির্বাচিত হবেন। পরিস্থিতি যা, তাতে আইএফএ সচিব হওয়ার পথে বর্তমান কোষাধ্যক্ষ অনির্বাণ দত্ত। সচিব পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একই সঙ্গে নতুন তিন সহসভাপতিকে বেছে নেওয়া হবে ওই সভায়। একই সঙ্গে আইএফএ চেয়ারম্যান আর প্রেসিডেন্ট পদেও বাছাই হবে। প্রেসিডেন্ট পদে অজিত বন্দ্যোপাধ্যায় আর চেয়ারম্যান পদে সুব্রত দত্তই পুনর্বহাল থাকছেন।

শনিবার সকালে আইএফএ প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁর পরিবার আর ঝুঁকি নেয়নি। পরিবার সূত্রের খবর, নিউমোনিয়ার লক্ষণ রয়েছে অজিত বন্দ্যোপাধ্যায়ের শরীরে। তবে এখনই চিন্তার কিছু নেই। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। এই মুহূর্তে ভিড় বা জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। বলাই বাহুল্য, সোমবার আইএফএ-র গভর্নিং বডির সভায় প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারবেন না।

দু’দিন আগে আইএফএ সচিব পদ থেকে সরকারি ভাবে সরে দাঁড়ান জয়দীপ মুখোপাধ্যায়। প্রায় এক মাস আগে ইস্তফা দিলেও, গত সোমবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন আইএফএ সভাপতি। বৃহস্পতিবার আইএফএ-র বার্ষিক সাধারণ সভায় শেষ বার অংশ নেন জয়দীপ। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়দীপের একটা দূরত্ব বরাবরই লক্ষ্য করা গিয়েছে। এ দিকে শুক্রবার আইএফএ-র তরফ থেকে নতুন স্পনসরের নাম ঘোষণা করা হয়। বাংলার অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলকে স্পনসর করবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। প্রকাশ্যে আনা হয় লোগো দেওয়া সেই নতুন জার্সিও।

আরও পড়ুন: Viswanathan Anand: প্রশাসনে আসছেন বিশ্বনাথন আনন্দ, লক্ষ্য?